কলকাতা: নরমে গরমে ক্রমশ বাড়ছে ভোটের উত্তাপ৷ আজ ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রয়েছে ঠাসা কর্মসূচি৷ আগামীকাল দক্ষিণ ২৪ পরগণায় সভা করবেন তিনি৷ আর অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দক্ষিণ ২৪ পরগণার পৈলানে কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক দিনে এক জেলায় রাজনৈতিক মঞ্চ থেকে সুর চড়াবেন শাহ-মমতা৷ সেই সঙ্গে বাড়বে বঙ্গ রাজনীতির উত্তাপ৷ একুশের লড়াইয়ে বিজেপি-তৃণমূল উভয়ের নজরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা৷ কারণ এই জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই দাবি করা হচ্ছে৷
আরও পড়ুন- রাম মন্দির নির্মাণে বাংলা থেকেই উঠল ৫০ কোটি অনুদান!
বুধবার রাত সাড়ে ১১টায় কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ৷ আগামীকাল সকাল সাড়ে ৯টা-১০টা নাগাদ বিএসএফ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ তার পর ১০টা ৩৫ থেকে ১১টা ২০-র মধ্যে রাসবিহারি অ্যাভেনিউয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিদর্শন করার কথা তাঁর৷ সেখান থেকে কাকদ্বীপে পরিবর্তন যাত্রায় সামিল হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এই মুহূর্তে চলছে তাঁরই চূড়ান্ত প্রস্তুতি৷ যাবেন কপিলমুনির আশ্রমে৷ সেখানে এখন সাজোসাজো রব৷ কাকদ্বীপ শ্মশানকালী মন্দির থেকে এসবিআই কাকাদ্বীর শাখা পর্যন্ত পরিবর্তন যাত্রা করবেন তিনি৷
এদিকে আগামীকাল দুপুরে নারায়ণপুর গ্রামে সুব্রত বিশ্বাস নামে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ৷ কপিলমুনির আশ্রম থেকে ফেরার পথে তাঁর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন তিনি৷ অমিত শাহ আসার আগে পরিস্থিতি খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগণায় গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ এক সময় তৃণমূলের হয়ে এই জেলা সামলাতেন তিনি৷
গত বিধানসভায় ৩১টির মধ্যে ২৯টি আসন দখল করেছিল তৃণমূল৷ তাদের দাবি, এবার ৩১-এর মধ্যে ৩১ টাই আসবে তাঁদের ঝুলিতে৷ কিন্ত শোভন চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, এখানে বিজেপি’র অবস্থান মজবুত৷ রাজ্যে ভালো ফল ররতে শুক্রবার দলীয় নেতাদের ক্লাস নেবেন খোদ অমিত শাহ৷ বৈঠক থেকে যে নির্যাস পাওয়া যাবে, সেটাই রাজ্যের নেতাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে যাবেন তিনি৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারাও৷
আরও পড়ুন- ‘রাজনীতির লোক নই, ছেড়ে দিন’, মমতার কাছে অব্যাহতি চাইলেন চিরঞ্জিত
এদিকে আগামীকাল পৈলানে কর্মী সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই ডায়মণ্ডহারবারে পা রেখেছেন জেপি নাড্ডা৷ আসছেন অমিত শাহ৷ পিছিয়ে নেই তৃণমূলও৷ এখানে একাধিক সভা করেছে শাসক দল৷ রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার রাজনৈতিক ভাবে দলের কর্মীদের চাঙ্গা করতে সভা করছেন তৃণমূল সুপ্রিমো৷ একই দিনে বুথকর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোর সম্মেলনও করবেন মমতা৷ একুশের ভোটে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যুযুধান দুই শিবির৷