কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থা কলকাতা হাইকোর্টের ওসিকে তলব করার পর বাড়ল এজলাসের নিরাপত্তা। দু’জনের পরিবর্তে আট থেকে দশজন পুলিশ থাকবে বিচারপতি মান্থার এজলাসের বাইরে। মঙ্গলবারই ওসিকে তলব করে নিজের কক্ষের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি। তার পরেই এই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল। আসলে অভিযোগ আসছিল যে, অনেককেই এজলাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই প্রেক্ষিতেই নিরাপত্তা বৃদ্ধির কথা বলেন বিচারপতি এবং বলেন, তাঁর এজলাসে ঢুকতে কেউ যেন বাধা না পান, সেই ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন- থমকে বিচার প্রক্রিয়া? সোমের সংঘর্ষের পর মঙ্গলেও জারি হাই কোর্টের আইনজীবীদের সংঘাত
সোমবার থেকে অশান্তি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। সকালে কোর্ট খুলতেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ডাক দেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশ। বেলা একটু বাড়তেই অভিযোগ ওঠে, এই আইনজীবীরা অন্য আইনজীবীদেরও বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে দিচ্ছেন না৷ বিষয়টি জানার পরই ওসিকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এদিকে অশান্তির জেরে এদিন বেশির ভাগ আইনজীবীই এজলাসে উপস্থিত ছিলেন না৷ ফলে স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া এগোতে পারেনি। অধিকাংশ মামলার শুনানিই এক তরফাভাবে হয়।
বিষয় হল, মঙ্গলবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থাকে সরাসরি বয়কটের প্রস্তাব আনেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। এদিকে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারাধীন রয়েছে। সোমবার বিচারপতি মান্থার এজলাস বয়কট করায় ৪০০টি মামলার বিচারপ্রক্রিয়া থমকে গিয়েছিল। কারণ ১০০টি মামলার আইনজীবীই এসে পৌঁছননি।