করোনার দাপটে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

করোনার দাপটে ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

কলকাতা: দেশজুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনার দাপট৷ এমতাবস্থায় সতর্ক প্রশাসন৷ এদিন গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্কুল-কলেজগুলির উপর নজর রাখতে হবে৷ ছোটদের স্বাস্থ্যর উপর গুরুত্ব দিতে হবে৷  কোনও রকম ঝুঁকি নিতে নারাজ তিনি৷ মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন, ফের সংক্রমণ বাড়লে স্কুল-কলেজ বন্ধ করতে হবে৷ 

আরও পড়ুন- দুয়ারে সরকার থেকেই তিন শ্রেণির টিকাকরণ! ভাবনা রাজ্যের

পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের উপরেও বিশেষ জোড় দিন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ছোটদের টিকাকরণের উপর নজর দিতে হবে৷ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে৷ সেই সঙ্গে রাজ্যে ফের বিধিনিষেধ বাড়ানোর কথাও বলেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাইরে থেকে অধিকাংশ মানুষ কলকাতাকেই আসেন৷ কলকাতা থেকেই বাইরে যান৷ ফলে কলকাতায় যদি কিছু ওয়ার্ড কনটেনমেন্ট জোন করতে হয়, তাহলে ৩ জানুয়ারি থেকে তা করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, পয়ালা জানুয়ারি ও ২ তারিখ অনেকেরই বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে৷ ফলে ১ ও ২ তারিখ বাদ দিয়ে ৩ তারিখ থেকে বিধিনিষেধ জারি করা হবে৷ এর জন্য ফের রিভিউ মিটিং করা হবে৷ তিনি বলেন, প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম করে দেওয়া হবে৷ ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে৷ সতর্কতামূলক ব্যবস্থা করা হবে৷ মাইক্রো কনটেনমেন্ট জোনের বিষয়টিও পর্যালোচনা করে দেখতে হবে৷ 

এদিকে ২০ দিন পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গেল৷ মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। সেই নিরিখে গত ২৪ ঘণ্টায় ৪৪ শতাংশ বাড়ল সংক্রমণ৷ উদ্বেগ আরও বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাবৃদ্ধি৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে এখনও পর্যন্ত করোনারভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। আক্রান্তদের মধ্যে ২৩৮ জন দিল্লিরই৷ মহারাষ্ট্রে আক্রান্ত ১৬৭ জন৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন৷ গত কয়েক দিন ধরে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০০ থেকে ৫০০-র ঘরে ঘোরাফেরা করলেও মঙ্গলবার রাতে স্বাস্থ্য দফতরের বুলেটিনে ফের বাড়ল উদ্বেগ৷ জানা গেল, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে দ্বিগুণ৷  রাজ্যে করোনা আক্রান্ত ৭৫২ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =