Aajbikel

মিড ডে মিলে এবার বাড়তি পুষ্টি, শুধু ডিম-সোয়াবিন নয়! পড়ুয়াদের পাতে পড়বে চিকেন-ফলও

 | 
মিড ডে মিল

 কলকাতা: নতুন বছর পড়তেই পড়ুয়াদের জন্য সুখবর। খুব শীঘ্রই বদল আসছে মিড ডে মিলের মেনুতে। উদ্দেশ্য, পড়ুয়াদের বাড়তি পুষ্টি প্রদান। বাড়ানো হয়েছে মিড ডে মিলের বরাদ্দও৷ এই মর্মে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের ২৪টি জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ি মহকুমার মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- জামিনের আর্জি জানিয়েও পরে তা তুলে নিলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময়


এবার থেকে শুধু ভাত-ডাল-তরকারি নয়, পড়ুয়াদের পাতে পড়বে মাংস, ডিম, ফল৷ জানানো হয়েছে সপ্তাহে ৩ দিন ডিম ও মরসুমি ফল দেওয়া হবে পড়ুয়াদের। এর জন্য ‘পিএম পোষণ প্রকল্প’-এর আওতায় রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতর ৩৭১ কোটি ৯০ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা অতিরিক্ত তহবিল দিচ্ছে মিড ডে মিল প্রকল্পে। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু ২০ টাকা অতিরিক্ত খরচ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৪ মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে এই নতুন খাদ্যতালিকা মেনেই খাবার দেওয়া হবে।এর জন্য একমাসে পড়ুয়া পিছু মোট ৩২০ টাকা বাড়ানো হয়েছে৷ 

প্রসঙ্গত, দিন কয়েক আগে মিড-ডে মিল প্রকল্প নিয়ে ওঠা দুর্নীতি ও অভিযোগ নিরসনে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষামন্ত্রক। একশো দিনের কাজ, আবাস যোজনার পর মিড ডে মিলেও দুর্নীতির অভিযোগ ওঠায় অসন্তোষ প্রকাশ করেছিল কেন্দ্র। চাল চুরি থেকে নিম্নমানের খাবার পরিবেশন, কম ছাত্রকে খাইয়ে বেশি ছাত্র দেখানোর মতো ভুরি ভুরি অভিযোগ উঠতেই নজরদারি চালানো শুরু করে এই মনিটারিং দল। বলে রাখা ভালো, মিড-ডে মিলের ৬০ শতাংশ বরাদ্দ আসে কেন্দ্রের কাছ থেকে৷ বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য৷ এছাড়াও পুষ্টিবিদরা বারবার পুষ্টি বাড়ানোর কথাও বলে আসছিলেন৷ সেই কারণেই এই সিদ্ধান্ত৷ 

Around The Web

Trending News

You May like