কলকাতা: গতকাল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার জামিন সংক্রান্ত মামলাই প্রত্যাহার করে নিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি।
আরও পড়ুন- বাংলায় নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে ! সিসিটিভি ফুটেজ দিয়ে জানাল রেল
বুধবার কল্যাণময়ের জামিনের আবেদন খারিজ করা হলেও হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার ফের মামলাটি শুনবেন বলে জানিয়েছিলেন। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় গত ১৩ ডিসেম্বর কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন৷ এ প্রসঙ্গে সিবিআইয়ের মতামত জানতে চেয়েছিল আদালত। কিন্তু গত ২২ ডিসেম্বর জামিন মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে জবাব দেয়, তা সন্তুষ্ট ছিল না আদালত। বুধবারও সিবিআইকে বিচারপতি বাগচীর পরামর্শ ছিল, ‘‘নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের তদন্ত ভাল করে করুন। অযোগ্যদের তো আর ভালবেসে চাকরি দেওয়া হয়নি!’’ সেই সঙ্গে সিবিআই-এর উদ্দেশে বিচারপতি প্রশ্ন ছিল, ‘‘জোরালো যুক্তি না থাকলে এক জনকে কত দিন বন্দি করে রাখতে পারবেন?’’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১১৩ দিন ধরে জেলে রয়েছেন কল্যাণময়৷ ২০১০ সাল থেকে টানা প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন তিনি৷ তার আমলে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়৷ এই চক্রে কল্যাণময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিবিআই-এর অভিযোগ৷ এর আগে বিশেষ সিবিআই আদালত এবং হাই কোর্টে কল্যাণময়ের জামিনের আবেদন খারিজ হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>