জল্পনা উস্কে শুভ্রাংশুর প্রশংসায় সৌগত, তবে কি ফের তৃণমূলে ফিরছেন মুকুল-পুত্র?

জল্পনা উস্কে শুভ্রাংশুর প্রশংসায় সৌগত, তবে কি ফের তৃণমূলে ফিরছেন মুকুল-পুত্র?

কলকাতা: বেশ কিছু দিন ধরেই বেসুরো মুকুল পুত্র তথা বীজপুর কেন্দ্রে বিজেপি’র পরাজিত প্রার্থী শুভ্রাংশু রায়৷ তার উপর তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।” শুভ্রাংশুর উস্কে দেওয়া জল্পনায় ঘৃতাহুতি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ শুভ্রাংশুর প্রতি ‘স্নেহশীল’ বার্তা দিলেন তিনি৷

আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীর মুখে মানসম্মানের কথা মানায় না’ মুখ্যসচিবের বদলি নিয়ে কটাক্ষ দিলীপের

তবে স্নেহশীল হয়েও সতর্ক সৌগত৷ বিতর্ক এড়াতে বলে রাখলেন তৃণমূলে ফেরার বিষয় এটা নয়৷ তবে শুভ্রাংশুর পোস্ট ঘিরে যে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে, তা বলাই বাহুল্য৷ তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন শুভ্রাংশু? ঘুরপাক খেতে শুরু করেছে সেই প্রশ্ন৷ শুভ্রাংশুর এই পোস্ট নিয়ে সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ও তো অনেক দিন ধরেই আমাদের দলে ছিল৷ ওর হয়তো খুব খারাপ লেগেছে৷ মাঝে মাঝেই ও দলের বিরুদ্ধে৷ তবে এটা ভালো যে ওর শুভবুদ্ধি জেগেছে৷’’ মুকুল পুত্রের প্রতি তিনি কি স্নেহশীল? এই প্রশ্নের জবাবে সৌগতবাবু বলেন, ‘‘শুভ্রাংশু আমাদের স্নেহের পাত্র৷ ও অনেক ছোট৷ ওর বাবাই তো আমাদের থেকে ছোট৷’’ তবে এখানেই দাড়ি টেনেছেন তিনি৷ বিতর্ক খুচিয়ে তোলার মতো আর কোনও মন্তব্য করেননি তৃণমূল সাংসদ৷ 

প্রসঙ্গত, মুকুল নিয়ে বেশ কিছুদিন ধরেই সুর নরম নেত্রীর৷ ভোটের আগে প্রচারে গিয়েও মুকুলের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তুলনা টেনে বলেছিলেন শুভেন্দুর চেয়ে অনেক ভালো মুকুল৷ এর পর দলে মৌন ভূমিকা পালন করতে থাকেন মুকুল রায়ও৷ যার জেরে মাথা চাড়া দেয় তাঁর তৃণমূলের ফেরার গুঞ্জন৷ যদিও পরে তিনি জানিয়ে দেন, তিনি বিজেপি’তেই আছেন৷       
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =