কলকাতা: ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানসম্মান, সংবিধানের কথা মানায় না৷’ মুখ্য সচিবের দিল্লিতে বদলি নিয়ে তৃণমূল সরকারকে এ ভাবেই আক্রমণ শানালেন দিলীপ ঘোষ৷ অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, ভোটে হেরে প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি৷
আরও পড়ুন- SSKM থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘কী হয়েছে সবাই দেখেছে৷ সারা দুনিয়া দেখেছে উনি কী করেছেন৷ উনি মুখ্য সচিবকে নিয়ে ঢুকলেন, রিপোর্ট দিয়ে বেরিয়ে গেলেন৷ এটা কেমন ভদ্রতা? এর আগেও প্রধানমন্ত্রী সম্পর্কে উনি কী ধরনের কথা বলেছেন তা সবাই জানে৷ তাই ওঁনার মুখে মানসম্মান, সংবিধানের কথা মানায় না৷’’ পাল্টা জবাবে সৌগত রায় বলেন, ‘‘খুবই অন্যায় করেছে৷ প্রতিহিংসা মূলক আচরণ করা হচ্ছে৷ আইএএস অফিসারদের জন্য যে বিধি রয়েছে তাকে লঙ্ঘন করা হয়েছে৷ সমস্ত অবসরপ্রাপ্ত অফিসাররা বলছেন অন্যায় হয়েছে৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে কিনা৷ প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টে যাব৷’’
এদিন দিলীপ ঘোষ কটাক্ষ করে আরও বলেন, দুয়ারে ত্রাণ, দুরায়ে রেশন, দুয়ারে ভ্যাকসিন সবকিছু পৌঁছে দেবে। কিন্তু কবে পৌঁছবে সেগুলো? তাঁর অভিযোগ, রাজনৈতিক রং দেখে ত্রাণ বিলি করা হচ্ছে৷