কলকাতা: কিছুদিন আগেই শিলিগুড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের কার্যত ছায়াসঙ্গী শংকর ঘোষ গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। অনুমান ছিল তাকেই হয়তো সেখানে প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি শিবির এবং আজ প্রার্থী তালিকা ঘোষণার পর সেটাই। শিলিগুড়িতে বিজেপির প্রার্থী হয়েছেন শংকর ঘোষ। কিন্তু আপাতত সেই বিষয়ে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম।
গেরুয়া শিবিরের নাম লেখানোর পর আজকে প্রার্থী হয়েছেন। প্রার্থী হয়ে নতুন শিলিগুড়ি শহর গঠনের বার্তা দিলেন শংকর। তিনি বললেন, আজ থেকে শিলিগুড়ি শহরকে স্বপ্নের শহর গড়ে তোলার জন্য কাজ করা শুরু করবেন তিনি। শংকরের বক্তব্য, উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি শহরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আগামী দিনে যাতে এই শহর আরো সমৃদ্ধ হয় এবং উন্নয়ন হয় এই শহরে, সেই লক্ষ্যেই আগামী দিনে কাজ করতে চান তিনি। যদিও শংকর ঘোষ বিজেপি প্রার্থী হওয়ায় তেমন কোন গুরুত্ব দিচ্ছেন না সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। এই বিষয়ে অশোক ভট্টাচার্য বলেছেন, বিজেপি বিজেপির মত প্রার্থী ঘোষণা করেছে এতে তাঁর কিছু বলার নেই। সিপিএমের লড়াই তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আগে যত বেশি ভোটে জিতেছেন, এবারে তার থেকেও বেশি ভোটে সিপিএমের শিলিগুড়িতে জিতবে বলে আশাবাদী অশোক ভট্টাচার্য। অন্যদিকে তৃণমূল প্রার্থী ওম প্রকাশ বলছেন, বিজেপির এই সিদ্ধান্ত রাজনৈতিক দৈনতার বহিঃপ্রকাশ। তারা অপেক্ষা করছে কখন কোন রাজনৈতিক দল থেকে কেউ বেরিয়ে যাবেন আর তাদের প্রার্থী করবে। বাংলায় যে বিজেপি কোন রাজনৈতিক শক্তি নয় সেটা তাদের এইসব সিদ্ধান্ত বারবার প্রমাণ করে দিচ্ছে।
আরও পড়ুন- ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩
তাবে ফলাফল যাই হোক, আপাতত একদা গুরু-শিষ্য আজ রাজনৈতিক প্রতিপক্ষ। তাঁদের দ্বৈরথ ঘিরেই এখন সরগরম শিলিগুড়ি। সিপিএমে থাকাকালীন জেলা রাজনীতিতে অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার জুটির ছায়াসঙ্গী ছিলেন শঙ্কর ঘোষ। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁদের বিরুদ্ধেই সরব হন তিনি।