ভোটের সময়ে কাজ করার লোক মিলবে? সংগঠনের বড় হুঁশিয়ারি সরকারকে

ভোটের সময়ে কাজ করার লোক মিলবে? সংগঠনের বড় হুঁশিয়ারি সরকারকে

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর হয়ত কয়েকদিন পর তার দিনক্ষণ ঘোষণা হবে। রাজনৈতিক সব দলগুলি প্রচার শুরু করেছে ধীরে ধীরে। অন্যদিকে, রাজ্য সরকারও ভোটের কাজের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। কিন্তু ভোটের সময়ে কাজের লোক পাওয়া যাবে তো? ভোটকর্মীরা অভাব হবে না তো? এমন প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে কারণ রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  

আরও পড়ুন- সূর্য থেকে খসে পড়ল শরীরের একটি বিশাল অংশ, যা ভাবাচ্ছে বিজ্ঞানীদের

মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এবং রাজ্য নির্বাচন কমিশনারের অফিসে গিয়েছিল। তাঁদের বক্তব্য, ৩৫ টি সংগঠন একত্রিত হয়ে লাগাতার তারা আন্দোলন চালাচ্ছেন মূলত দুটি দাবিতে। সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে এবং শূন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে। এই দাবি তুলে তারা কর্মবিরতি পালন করেছেন, অনশনও চলছে। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত রাজ্য সরকার সেই রকম কোনও পদক্ষেপই নেয়নি। বরং তাঁদের ইস্যুতে কর্ণপাত করা হচ্ছে না। তাই এই প্রেক্ষিতেই তারা একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। বলা হয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী হিসেবে তারা তাঁদের দায়িত্ব বয়কট করতে চলেছেন। এছাড়া সরকারের যে কোনও কাজের প্রতি তারা লাগাতার অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন।