ভোটের মুখে বাড়ল অস্থায়ী কর্মীদের বেতন, সরকারি কর্মীদের ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটের মুখে বাড়ল অস্থায়ী কর্মীদের বেতন, সরকারি কর্মীদের ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা:  নজরে একুশ৷ ভোটের আগে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়৷ অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের দাবি মিটিয়ে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি৷ দিলেন সরকারি কর্মীদের ভাতা৷ 

আরও পড়ুন- ‘বিজেপি’ই আমাদের ঘরটা ভেঙে দিল’, কান্নায় ভাঙলেন সুজাতা

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এআরডি বিভাগের অধীনে প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্র-র কর্মীরা এতদিন ইনসেনটিভ পেতেন৷ মাসিক দেড় হাজার টাকা করে পেতেন তাঁরা৷ এবার থেকে তা বাড়িয়ে ৩ হজার টাকা করা হল৷ আগে শুধুমাত্র ইনজেকশন দিলে টাকা পেতেন৷ তাঁদের দেড় হাজার টাকা দেওয়ার নিয়ম তৃণমূল সরকারই চালু করেছিল৷ এবার থেকে আরও দেড় হাজার টাকা বাড়ানো হল৷ এছাড়াও ভিআরপি কর্মীদের টাকাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ২০ দিনের বদলে ৩০ দিন কাজ এবং ৫,২৫০ টাকা বেতনের যে দাবি দীর্ঘ দিন ধরে তাঁরা জানিয়ে আসছিলেন, এদিন তাতে সিলমোহর দেওয়া হল৷ এর জন্য বছরে রাজ্য সরকারের ১০৫ কোটি টাকা ব্যয় হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- ‘দুয়ারে সরকারে’ সাফল্য! অমিত শাহদের ‘পড়াশুনা’ করার আবেদন মমতার

পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত যে সকল সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ক্যাম্পে কাজ করছেন তাঁদের টিফিনের জন্য দু’ মাসে ৫ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও অনুষ্ঠান শেষে তাঁদের দেওয়া হবে সংশাপত্র৷ এছাড়াও তিনি জানান, উপভোক্তা প্রকল্পে গত বছর অর্থ দফতরের খরচ হয়েছিল ১৫ হাজার কোটি টাকা৷ এই বছর ২৪ হাজার ২৫৫ কোটি টাকা খরচ করা হচ্ছে৷ উপভোক্তা প্রকল্প ছাড়া বিভিন্ন দফতরে উন্নয়ন মূলক কাজে ২০ হাজার ২১২ কোটি টাকা খরচ হয়েছে সরকারের৷ কিন্তু দুয়ারে সরকার অভিযানের পর মানুষের প্রয়োজন মেটানোর জন্য আরও ৮ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হল৷ দুয়ারে সরকারে যে দরখাস্ত জমা পড়েছে সেই কাজ করার জন্য এই টাকা ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *