‘বিজেপি’ই আমাদের ঘরটা ভেঙে দিল’, কান্নায় ভাঙলেন সুজাতা

‘বিজেপি’ই আমাদের ঘরটা ভেঙে দিল’, কান্নায় ভাঙলেন সুজাতা

49bfc4bf48bce9e6491f1420f4333319

কলকাতা:  বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ-র তৃণমূলে যোগদানকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি৷ কিন্তু তিনি তৃণমূলে যোগ দিতেই তাঁকে বিচ্ছেদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন সৌমিত্র৷ এদিন সাংবাদিক বৈছকে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি৷ একই ভাবে সাক্ষাৎকার দেওয়ার সময় কেঁদে ফেললেন সুজাতা৷ তিনি বলেন, ‘‘দল বদলের কারণ যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সেটা একান্তই সৌমিত্রর সিদ্ধান্ত৷ আমার নয়৷’’ 

আরও পড়ুন- ৬ জন মুখ্যমন্ত্রী হওয়ার লাইনে রয়েছে বিজেপির, ১৩ জন উপমুখ্যমন্ত্রী! ফাঁস করলেন সুজাতা

সুজাতা বলেন, আমি মনে করি পরিবার আর রাজনীতি দুটো সম্পূর্ণ ভিন্ন৷ পরিবার ঘরের ভিতরে থাকে আর রাজনীতি থাকে বাইরে৷ একটা দলের ভিতরে আমি যোগ্য সম্মান-মর্যাদা পাচ্ছিলাম না৷ ধান্দাবাজ লোকেরার মাথার উপর জুড়ে বসলে সেটা সহ্য করা যায় না৷ সে কারণেই দল ছেড়েছি৷ এর জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে সেটা একান্তভাবে সৌমিত্রর৷ 

তিনি বলেন, এক সময় অনেক ঝড় ঝাপটা একসঙ্গে সহ্য করেছি৷ তৃণমূল ত্যাগ করার পর সবচেয়ে বড় ঝড় আমার আর আমার পরিবারের উপরেই এসে পড়েছিল৷ দল যোগ্য লোককে যোগ্য জায়গা দিচ্ছে না৷ ভারতীয় জনতা পার্টিতে দুর্নিতিগ্রস্ত লোকেদের ভিড় বাড়ছে৷ তৃণমূলের দর্নীতিগ্রস্ত নেতারা বিজেপি’তে বড় বড় জায়গায় এসে বসছে৷ নাচ-গান করা কিংবা কাপড়ের ব্যবসা করা মহিলারা নেত্রী হয়ে যাচ্ছেন৷ তাই মনে হচ্ছিল বিজেপি’তে থাকা আর সম্মানের নয়৷ দিনের পর দিন অনেক অত্যাচার সহ্য করেছি৷ বিজেপি যোগ্য মানুষকে মর্যাদা দেয় না৷ 

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীত্বের লোভ দেখিয়ে দলে যোগ দেওয়াচ্ছে বিজেপি৷ তিনি বলেন, আমি তফশিলি সম্প্রদায়ের মেয়ে হয়ে কাজ করেছি৷  মানুষের পাশে থাকার চেষ্টা করেছি৷ সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় ঝুলিয়ে রাখিনি৷ দলের দুঃসময় ভেবে অন্য দলে চলে যাওয়ার সিদ্ধান্তও নিইনি৷ আমার স্বামীর যদি মনে হয় রাজনৈতিক কারণে আমি দল ত্যাগ করলাম৷ দলের চাপে তাঁকে বিবাহ বিচ্ছেদ করতে হবে৷ তাঁর সঙ্গে সম্পর্ক নেই প্রমাণ করতে আমাকে পদবী ত্যাগ করতে হবে, তাহলে আর কিছু বলার থাকে না৷ তাঁর কথায়, আমি মনে করি বৈবাহিক সম্পর্ক রাজনীতির জন্য ভাঙতে পারে না৷ তৃণমূল একবারও বলেনি সৌমিত্রর সঙ্গে বিচ্ছেদ করলে তবেই তোমাকে বিশ্বাস করব৷  

আরও পড়ুন- ‘আমার সংসার ভেঙেছে তৃণমূল, ওদের সরকার ভাঙব!’ ঘাসফুলে যোগ দিতেই স্ত্রীকে বিচ্ছেদ সৌমিত্রর

সুজাতা বলেন, ‘‘মৃত্যুর পরোয়া না করে এক সময় দল ত্যাগ করার ঝুঁকি নিয়েছিল সৌমিত্র৷ ঝড়ের মুখে তাঁর সঙ্গ ছাড়িনি৷ দলে জায়গা না পেতে পেতে হাঁফিয়ে উঠছিলাম৷ আজও সৌমিত্রকেই ভালোবাসি৷ ওঁর নামেই সিঁদুর পরেছি৷ আমাকে বিচ্ছেদ দিয়ে সৌমিত্র যদি মুখ্যমন্ত্রীর মুখ হয়, তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না৷ ভারতীয় জনতা পার্টি যেন সৌমিত্রের সংগ্রামের যথাযথ মর্যাদা দেয়৷’’ তাঁর অভিযোগ, ‘‘সৌমিত্রর কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় বসতে চাইছে বিজেপি৷ স্ত্রীকে ভুলে দলের হয়ে কাজ করেছে সৌমিত্র৷ কিন্তু দল যোগ্য সম্মান দেয়নি৷ বিজেপি’ই আমাদের ঘর ভেঙে দিল৷’’          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *