কলকাতা: গরু পাচার মামলার তদন্তে নেমে গত জুন মাসে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই সায়গলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তদন্তে নেমে কেষ্টর দেহরক্ষীর যে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে, তাতে চোখ কপালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সায়গলের বেতন বা তাঁর পারিবারিক আয়ের সঙ্গে যার কোনও সঙ্গতি নেই৷
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রীর বাড়িতেও ED-CBI যাবে’, বিস্ফোরক বঙ্গ বিজেপি সভাপতি
সায়গলের যে সম্পত্তির হদিশ মিলেছে-
• ডোমকলে তাঁর নামে থাকা ৩৬ টি জমির প্লট বাজেয়াপ্ত করেছে সিবিআই। যার বাজার দর ২ কোটি ৫৮ লক্ষ টাকা৷
• বোলপুরে রয়েছে ৭ টি জমির প্লট৷ যার বর্তমান বাজার দর ১ কোটি ৫ লক্ষ টাকা।
• সিউড়িতেও ৭টি জমির প্লট রয়েছে সায়গলের৷ যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার বাজারদর ৭২ লক্ষ টাকা।
• এছাড়াও বীরভূমের অন্যত্র রয়েছে পাঁচটি জমির প্লট৷ যার আনুমানিক বাজারদর ৮৫ লক্ষ টাকা৷
• পাশাপাশি বেশ কিছু ফ্ল্যাটও রয়েছে সায়গলের নামে। নিউটাউন এলাকা থেকে সায়গলের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করেছে সিবিআই, যার বাজারদর ১০ লক্ষ টাকা।
• বিমানবন্দর নিউটাউন এলাকায় রয়েছে ৩টি ফ্ল্যাট৷ যার বাজার দর ৬০ লক্ষ টাকা৷ সেগুলিও বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
• পাশাপাশি ইলামবাজারে রয়েছে একটি পেট্রোল পাম্প ও ২টি লরির (দাম ৪২ লক্ষ টাকা) হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকরা।
• এছাড়াও রয়েছে ৯ টি জীবনবিমা৷ যেগুলির প্রিমিয়াম বছরে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা।
এসব ছাড়াও ৩৭ লক্ষ টাকার গয়না এবং সাড়ে চার লক্ষ টাকা নগদও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>