বন্ধুকে সকালের আদরে ভরিয়ে দিলেন সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

বন্ধুকে সকালের আদরে ভরিয়ে দিলেন সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

কলকাতা: বিধানসভা নির্বাচনে মাটি কামড়ে লড়াই করেছিলেন তিনি৷ কিন্তু আসানসোল দক্ষিণ থেকে শেষ পর্যন্ত জিততে পারেননি সায়নী ঘোষ৷ তবে তিনি দমবার পাত্রী নন৷ বহু সেলেব যখন ভোটে হেরে রাজনীতি থেকে হাত গুটিয়েছেন, তখন আরও বড় দায়িত্ব কাঁধে তুলে লড়াই করতে নেমেছেন সায়নী৷ অভিষেকের ছেড়ে যাওয়া পদে তাঁকে বসিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এখন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী৷ সেই সায়নীই এদিন সকালের আদরে ভরিয়ে দিলেন এক পথ কুকুরকে৷ ভিডিয়ো টুইট করে লিখলেন,Morning Aador for four legged dost! 

আরও পড়ুন- একই পরিবারের ৩ জনকে লক্ষ্য করে গুলি, হত এক, আহত দুই

সায়নীর আজ সকালের পোস্ট সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷ চারপেয়ের প্রতি তাঁর আদরে আপ্লুত নেট পাড়ার বাসিন্দারা৷ কিছু দিন আগেই নিজের অন্দর মহলের ছবি তুলে ধরেছিলেন অভিনেত্রী৷ ওই ভিডিয়োতে দেখা যায়, রাত করে বাড়ি ফিরেছেন সায়নী৷ সেই সঙ্গে ক্যামেরায় ধরা পড়েন তাঁর মা ও আদরের দুই পোষ্য৷ হ্যাঁ, সায়নীর বাড়িতে দুটি সারমেয় রয়েছে৷ তিনি যে পশুপ্রেমী, তা হয়তো অনেকেই জানেন৷ এদিন সকালে ফের এক সারমেয়কে আদর করার ভিডিয়ো পোস্ট করেন সেলেব নেত্রী৷ 

আরও পড়ুন- পিএসি-র চেয়ারম্যান পদে কি মুকুলই? সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে, নির্দেশ হাইকোর্টের

সায়নী বরাবরই বাম মনোভাবাপন্ন বলেই পরিচিত ছিলেন৷ তবে ভোটের আগে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ পুরস্কার হিসাবে তাঁকে  আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল৷ তবে ওই আসনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন তিনি। তবে, সায়নীকে চিনে নিয়েছে জহুরির চোখ৷ তাঁর ‘কাজ’  চোখে পড়েছে তৃণমূল নেতৃত্বের। দলীয় সূত্রে খবর, ২০২৪-এ লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের যুব সংগঠনকে সর্বস্তরে শক্তিশালী করতে চাইছেন তৃণমূল নেত্রী। আর সেই কাজের গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে সায়নীকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =