কলকাতা: এ বছর উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পয়ে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের মেয়ে রুমানা সুলতানা৷ ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯৷ এবার তাঁকে বেছে নেওয়া হল কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে৷
আরও পড়ুন- সর্বগ্রাসী গঙ্গা গিলে খাচ্ছে সংসার! ঘটিবাটি আগলে নতুন ঠিকানার খোঁজ
উচ্চমাধ্যমিকে বিপুল সাফল্যের জন্য আজ বহরমপুরের কালেক্টরেট কনফারেন্স হলে রুমানাকে সংবর্ধনা দেওয়া হয়৷ মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ পাশাপাশি, সংবর্ধনা দেওয়া হয় জেলার আর এক কৃতী ছাত্র প্রীতম চক্রবর্তীকেও। সেই অনুষ্ঠানেই জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানান, রুমানাকে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হবে। এদিন রুমানার হাতে পুরস্কার তুলে দিয়ে জেলা শাসক বলেন, ‘‘উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন রুমানা৷ তিনি একজন কন্যাশ্রী৷ তাঁকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হবে৷ তাঁর এই ফল জেলার ছাত্রছাত্রীদেরও অনুপ্রাণিত করবে৷’’ রুমানা ও প্রীতমকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের প্রশংসা করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সবরী রাজকুমারও৷
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের শাহী দরবারে শুভেন্দু, ধমক দিতে ডেকেছে, পাল্টা কুণাল
এদিকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করায় খুশি রুমানা৷ তিনি বলেন, মুর্শিদাবাদের সকল ছাত্রছাত্র আমার এই সাফল্যে উৎসাহিত হোক৷ এটাই চাই৷ ভবিষ্যতে বিজ্ঞানী হতে চান উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারী রুমানা৷