লালগড়ে বাঘাতঙ্ক! পর পর ৫ দিন মিলল খুবলানো পশুর দেহ

লালগড়ে বাঘাতঙ্ক! পর পর ৫ দিন মিলল খুবলানো পশুর দেহ

ঝাড়গ্রাম: দিন কয়েক আগেই কুলতলির লোকালয়ে ঢুকে পড়েছিল দক্ষিণরায়৷ তাকে ধরতে নাস্তানাবুদ হতে হয় বনদফতরের কর্মীদের৷ এবার রয়্যাল বেঙ্গলের ভয়ে কাঁটা লালগড়৷ চারিদিকে পায়ের ছাপ৷ মাঝে মধ্যেই উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু৷ কোথাও আবার পড়ে রয়েছে আধ খাওয়া গরু-ছাগলের দেহ৷ যা দেখে মাথাচাড়া দিয়েছে বাঘাতঙ্ক৷ যদিও সেই আতঙ্কের মাঝে বনদফতরের বক্তব্য, রয়্যাল বেঙ্গল নয়, ঘুরে বেড়াচ্ছে নেকড়ে বাঘ৷ 

আরও পড়ুন- অনুব্রতর পাশে বসেই তাঁর হুবহু নকল সজিদের! অনুকরণে বেজায় খুশি সভাপতি

গত পাঁচদিনে লালগড় থানার কুমিরপাতা, লক্ষণপুর, কন্যাবালি-সহ বিভিন্ন গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের মতো ছাপ দেখা গিয়েছে। শুক্রবার লালগড়ের কন্যাবালি গ্রামে পড়ে থাকতে দেখা যায় একটি ছাগলের মৃতদেহ৷ পাশাপাশি দু’টি বড় জন্তুও খুবলানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ সেই রেশ কাটার আগেই রবিবার কুমিরপাতা জঙ্গলে পড়ে থাকতে দেখা গেল গবাদি পশুর হাড়গোড়৷ যা দেখে হাড়হিম গ্রামবাসীদের৷ খুব প্রয়োজন না পড়লে জঙ্গলের দিকে পা বাড়াচ্ছেন না তাঁরা৷ গ্রামবাসীদের একটাই আর্জি, দ্রুত ব্যবস্থা নিক বনদফতর৷ তবে রয়্যাল বেঙ্গল থাকার আশঙ্কা খারিজ করেছে বন দফতর৷

প্রসঙ্গত, এর আগে কুলতলি এবং গোসাবায় জনবসতি লাগোয়া জঙ্গল থেকে খাঁচাবন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার৷ বহু কসরত করে বাঘমামাকে ধরতে হয়েছে বনদফতরের কর্মীদের। একই ভাবে ২০১৮ সালের গোড়াতেও বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছিল। পরে মেলে গ্রামের গবাদি পশুর খুবলানো দেহ৷ ট্র্যাপ ক্যামেরা বসায় বন দফতর৷ আশঙ্কাই সত্যি করেই ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। ফের সেই আতঙ্ক ফিরল লালগড়ে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *