কলকাতা: রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে চর্চার কোনও শেষ হয় না। বিভিন্ন ইস্যু নিয়ে তাঁকে মন্তব্য করতে শোনা যায় যা পরে বিতর্কের সৃষ্টি করে। আবার অনেক সময় তাঁর কোনও মন্তব্য বিজেপি দলের অস্বস্তিও বাড়িয়ে দেয়। কিন্তু তিনি চুপ থাকেন না। সংবাদমাধ্যমে না হলেও সোশ্যাল মিডিয়াতে তিনি তাঁর মত প্রদান করেন। এবারেও একই জিনিস করেছেন কিন্তু জল্পনা বেড়েছে তাঁর পোস্ট নিয়ে। অনেকেই মনে করছেন তিনি হয়তো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছেন। সেই নিয়েই কৌতূহল বাড়ছে।
আরও পড়ুন- চন্দননগর পুলিশ কমিশনারের আচরণে ক্ষুব্ধ আদালত, ডিজি’কে কড়া নির্দেশ
ফেসবুকে একটি জল্পনা উদ্দীপক মন্তব্য করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ”রাজনীতি তে না আসলে জানাই হোতো না, যে কত অযথা সময় নষ্ট করে মানুষ। (বানান অপরিবর্তিত)।” তাঁর এই পোস্ট নিয়েই শোরগোল। কিন্তু বিষয় হল এই, রূপা গঙ্গোপাধ্যায়ের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়নি। তাই অনেকেই এই পোস্টের কোনও গুরুত্ব দেখছেন না। কিন্তু আলোচনা যে শুরু হয়েছে তা বলাই বাহুল্য। যদিও চমকপ্রদ ব্যাপার এই, পোস্টের কমেন্টে আবার তিনি নিজেই জানিয়েছেন যে, দল ছাড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি বিজেপি দল এবং প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব অনুভব করেন। তিনি কিছু করতে এসেছিলেন রাজনীতিতে, তাও নিজের ইচ্ছায়। তাই অন্য কোনও মতলব নেই।