সাধন পাণ্ডের ঘর পেলেন এক মন্ত্রী, বাকি ঘর নিয়ে জল্পনা বহাল

সাধন পাণ্ডের ঘর পেলেন এক মন্ত্রী, বাকি ঘর নিয়ে জল্পনা বহাল

কলকাতা: রাজ্য বিধানসভায় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর ফাঁকা ঘর দুটির জন্যে চার জন মন্ত্রী আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছিল আগেই। পাশাপাশি ফাঁকা রয়েছে আরও এক প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের ঘর। সেই ঘর এক মন্ত্রীর জন্য বরাদ্দ করা হলেও বাকি ঘরগুলি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধন পাণ্ডের ওই ঘর সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

বাকি ঘর নিয়ে জল্পনা এখনও বহাল। আসলে একতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের পাশে থাকা গুরুত্বপূর্ণ এই ঘর দুটির জন্য বর্তমান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় ছাড়াও আরও কয়েকজন মন্ত্রী আবেদন করেছেন বলে সূত্রের খবর। এমনিতে বিধানসভায় প্রত্যেক মন্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর আছে। তবে এখন যেহেতু এই ঘর ফাঁকা পড়ে রয়েছে তাই এই ঘরে আসার জন্য অনেকেই আবদার করেছেন। শোনা গিয়েছে, চার জন পূর্ণমন্ত্রী আবেদন জানিয়েছেন এই ঘরে বসার জন্য। তবে এই ঘর নেওয়ার জন্য এত আবেদন কেন? রাজনৈতিক অভিজ্ঞদের মতে, সকলেই চাইছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে।

তবে কে ঘর পাবেন সেটাও নিশ্চিত নয় এখনই। কে কোন ঘর পাবেন তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী বিধানসভা অধিবেশনের আগেই এই নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে বলে ধারণা। আজ ছিল বিধানসভা অধিবেশনের শেষ দিন। কিন্তু আজ যা হয়েছে তাতে বিধানসভা মুলতুবি হয়েছে, সমাপ্ত হয়নি। তাই আবারও একদিন অধিবেশন ডাকতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *