তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদের

 

বারাসত: তোলাবাজির কারণেই রামপুরহাট কাণ্ড ঘটেছে৷ কারণ, বাংলায় আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে৷এখানে নেই কোনও আইনের শাসন৷ রামপুর হাট থেকে ফিরে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷

অর্জুনের দাবি, ‘‘বীরভূমের অগ্নিকাণ্ডে ঘটনা সম্পূর্ণভাবে তোলা বাজির কারণে ঘটেছে। আমরা ওখানে গিয়ে এটাই উপলদ্ধি করেছি, যে আমাদের রাজ্যে আইনের শাসন না বরং শাসকের শাসন চলছে। পৌরসভাগুলিতে পৌরপ্রধান হওয়ার জন্য তৃণমূলের নেতাদের দলকে পাঁচ কোটি টাকা দিতে হয়েছে৷ তাহলে এই টাকাগুলো দলের নেতারা কোথা থেকে তুলবে? তাই রাজ্য জুড়ে তোলাবাজি চলছে৷ আর একদল সেটা না পেলেই এই খুন খারাপি চালাচ্ছে৷”

খানিক থেমে অর্জুনের সংযোজন, ‘‘আদালতের বিচারপতিরাও সেটা বুঝতে পেরেছেন৷ তাই স্বত:প্রনোদিতভাবে বিচারক সিটের হাত থেকে তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করেছে৷ কারণ, আদালত বুঝতে পেরেছে সিটকে দিয়ে তদন্ত করালে আদতে কোনও লাভ হবে না৷’’ যদিও ইতিমধ্যেই শাসক শিবিরের তরফে দাবি তোলা হয়েছে, বিরোধীরা পরিকল্পিতভাবে কুৎসা করছে৷ মুখ্যমন্ত্রী অপরাধের ক্ষেত্রে কোনও কিছুই বরদাস্ত করেন না৷ তাই দলের ব্লক সভাপতিকেও পুলিশ দিয়ে গ্রেফতার করাতে কোনও রেয়াত করেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =