কলকাতা: এবার দুর্গা পুজোয় প্রতিটি মণ্ডপ হবে দর্শক শূন্য৷ প্রতিটি মণ্ডপ কন্টেনমেন্ট জোন বলে চিহ্নিত করা হবে৷ করোনা আবহে কলকাতা হাই কোর্টের এই নির্দেশ আসার পরই গর্ভগৃহ খোলা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করল কালীঘাট মন্দির কমিটি৷
আরও পড়ুন- স্কুলের টাকা তছরূপ! হিসাব চাইলে হুমকি দিচ্ছেন প্রধানশিক্ষক! অভিযোগ শিক্ষকদের
গতকালই ট্রেজারি বৈঠকের পর কমিটির তরফে জানানো হয়েছিল, নিরাপত্তা মেনেই ষষ্ঠীর সকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ৷ ষষ্ঠী থেকে দশমী সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকবে৷ এবং বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। তবে হাইকোর্টের নির্দেশের পর এই বিষয়ে ফের চিন্তা ভাবনা শুরু করল মন্দির কমিটি৷ বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মন্দির কমিটির সহ সভাপতি বিদ্যুৎ হালদার৷
আরও পড়ুন- কালীঘাটে যৌনকর্মীদের পুজোর উপহার! খাদ্য, মাস্ক, পোশাক বিলি
লকডাউন পর্ব কাটিয়ে পয়লা জুলাই খুলেছিল কালীঘাট মন্দিরের দরজা৷ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না৷ পুজোর কটা দিন সেই অনুমতি দেওয়ার কথাই ভেবেছিল মন্দির কর্তৃপক্ষ৷ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজোর ব্যবস্থাও করা হয়েছিল৷ প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এই কালীঘাট মন্দিরে৷ কিন্তু এই বছর বলা হয়েছিল, গর্ভগৃহে যাওয়ার জন্য ভক্তদের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। মেনে চলতে হবে দূরত্বের বিধি। ভক্তদের মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব রাখতে হবে। যাঁরা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করবেন, তাঁরা ঢুকবেন ৫ নম্বর গেট দিয়ে। একসঙ্গে মাত্র ১০ জন ভক্তকে গর্ভগৃহে ঢোকার অনুমতি দেওয়া হবে৷ অন্যদিকে একসঙ্গে ৩৮ জন ঢুকতে পারবেন মন্দির প্রাঙ্গনে৷ আরতি এবং ভোগের সময় ভক্তদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে না৷ তবে প্যারা ও ফুল নিয়ে পুজো দিতে পারবেন তাঁরা৷ কিন্তু হাইকোর্টের নির্দেশের পর আদৌ গর্ভগৃহ খোলা হবে কিনা, তা এখন অনিশ্চয়তার দোলাচলে৷