ভোটের আগে কোন ইস্যুতে ফায়দায় কোন দল, কোন দলই বা ফাঁপড়ে, উত্তর সমীক্ষায়

ভোটের আগে কোন ইস্যুতে ফায়দায় কোন দল, কোন দলই বা ফাঁপড়ে, উত্তর সমীক্ষায়

b423b4df7016a79c9d034287133605af

কলকাতা: ভোটের দিন ঘোষণা হতেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি৷ বাড়ছে আক্রমণ, পাল্টা আক্রমণের ঝাঁঝ৷ এরই মধ্যে কোন ইস্যুতে ফায়দা তুলবে কোন রাজনৈতিক দল, কেই বা ধাক্কা খাবে? এবিপি আনন্দ ও সি ভোটারের সমীক্ষায় উঠে এল সাধারণ মানুষের মতামত৷ 

আরও পড়ুন-  ব্রিগেডের ঝাঁঝ বাড়তে আসছেন তেজস্বী, মাঠ উপচে যাবে, বিশ্বাসী বিমান

প্রশ্ন ছিল, কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ তৃণমূল বলছে রাজনৈতিক প্রতিহিংসা৷ এই ইস্যুতে ভর করে লাভবান হবে কোন রাজনৈতিক দল? সমীক্ষা বলছে, এর থেকে তৃণমূল লাভবান হবে বলে মনে করছে ৩৯ শতাংশ মানুষ৷ বিজেপি লাভবান হবে বলে ধারণা ৩৮ শতাংশ মানুষের৷ আবার ৭ শতাংশ মানুষ মনে করছে এর থেকে ফায়দা তুলবে বাম-কংগ্রেস জোট৷ তবে এই প্রশ্নের জবাব দিতে চাননি ১৬ শতাংশ মানুষ৷ 

সমীক্ষকদের পরের প্রশ্ন ছিল, ভোটের মুখে পশ্চিমবঙ্গে সিবিআই ও ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা কি রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত? এর জবাবে, ‘হ্যাঁ’ বলেছে ৪৬ শতাংশ মানুষ৷ ৩৪ শতাংশ মানুষ বলেছে এর পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই৷ বলতে পারব না বলেছে ২০ শতাংশ মানুষ৷ 

এর পরের প্রশ্ন ছিল, কোকেন সহ ধৃত বিজেপি’র যুব নেত্রী পামেলা গোস্বামীর অভিযোগ, দলের একাংশ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে৷ পামেলা-কাণ্ডে কি বিধানসভায় ধাক্কা খাবে বিজেপি? এই প্রশ্নের জবাবে ৪৭ শতাংশ মানুষ বলেছেন, হ্যাঁ, পামেলা কাণ্ডে ধাক্কা খাবে বিজেপি৷ ৩৪ শতাংশ মানুষ বলেছে বিজেপি ধাক্কা খাবে না৷ আবার ১৯ শতাংশ মানুষ বলেছে বলতে পারব না৷ 

সমীক্ষায় জানতে চাওয়া হয়েছিল নরেন্দ্র মোদী ও অমিত শাহের বারবার বঙ্গ সফরে কি নির্বাচনে লাভবান হবে বিজেপি? ৪৫ শতাংশ মানুষ মনে করছে, এর ফলে লাভবান হবে বিজেপি৷ এর ফলে কোনও লাভ হবে না বলে মনে করছে ৪১ শতাংশ মানুষ৷ জানা নেই৷ এমনটা জানিয়েছে ১৪ শতাংশ মানুষ৷ 

আরও পড়ুন- এবার আকাশ পথে নজরদারি চালাবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক! কড়া কমিশন

বিধানসভা ভোটে কি নবান্ন অভিযানে ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর খেসারত দিতে হবে তৃণমূলকে? ৪০ শতাংশ মানুষ মনে করছেন মিদ্যার মৃত্যুর খেসারত দিতে হবে তৃণমূলকে৷ ৩৯ শতাংশ মানুষ মনে করছে খেসারত দিতে হবে না৷ বলতে পারব না বলেছে ২১ শতাংশ মানুষ৷ 

এদিকে ১০০ ছুঁই ছুঁই পেট্রোল, ৮০ টাকা পেরিয়েছি ডিজেল, ৮০০ টাকা ছাড়িয়েছে রান্নার গ্যাস৷ অগ্নিমূল্য বাজারদরের জেরে কি বিধানসভা ভোটে ধাক্কা খাবে বিজেপি? বিজেপি ধাক্কা খাবে বলে মনে করছে ৫৫ শতাংশ মানুষ৷ ধাক্কা খাবে না মনে করছে ৩৪ শতাংশ৷ ১১ শতাংশ মানুষ বলেছে বলতে পারব না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *