Aajbikel

কুন্তল ঘনিষ্ঠ বলাগড়ের তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে এবার ইডির তল্লাশি!

 | 
শান্তনু

বলাগড়: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়৷ উঠে এল নতুন নাম৷ তৃণমূলের হুগলির যুব নেতা কুন্তল ঘোষের  সূত্র ধরে এ বার আরও এক তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার সকালে ৪টি গাড়ি করে ১২ জন ইডি অফিসার এসে পৌঁছন হুগলির বলাগড়ে। সেখানে তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তাঁরা৷ 

আরও পড়ুন- হঠাৎ করেই নামল পারদ! এক ধাক্কায় তিন ডিগ্রি কমল তাপমাত্রা, তবে কি ফিরছে ঠান্ডা?


বলাগড়ের বারুইপাড়া গ্রামে থাকেন শান্তনু৷ তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন যুব জেলা সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলকে জেরা করে উঠে আসে কুন্তলের নাম৷ তাপস সিবিআইকে জানান,  বেআইনি শিক্ষক নিয়োগের ১৯ কোটি টাকা গিয়েছে কুন্তলের কাছে৷ সব মিলিয়ে ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর পরই শুক্রবার সকালে হুগলির যুব নেতার ফ্ল্যাটে হানা দিয়ে দু’টি দলে ভাগ হয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। নিউটাউনের চিনার পার্কেও বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে তৃণমূলের এই যুব নেতার৷ সেখানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা৷ 


সেই কুন্তলের সূত্র ধরেই উঠে আসে শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম৷ তাঁকেও নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে আতস কাচে রাখা হয়েছে৷। তবে একটি সূত্র মারফত জানা গিয়েছে, শান্তনুর নামও নাকি তাপসই দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িয়ে হুগলি বলাগড়ের ওই নেতাও। 
 

Around The Web

Trending News

You May like