কলকাতা: দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। আশঙ্কা আপাতত যে কম হবে না তাও বোঝা যাচ্ছে। বঙ্গে পজিটিভিটি রেট হু হু করে বাড়ছে, আজ সংক্রমণও প্রায় ২ হাজারের কাছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু? আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই।
আরও পড়ুন: খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৩ জন। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৭১৭ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৪৮২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৩৭ হাজার ৫৯০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২২৮ জনে। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৫৯২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ০৩ হাজার ৮৪৫ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৮৫ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৬ লক্ষ ১১ হাজার ৮৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ১৫.৯৩ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৮.৩৪ শতাংশ।
এদিকে রাজ্যে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তির হার বৃদ্ধি পেতে থাকায় সেখানে চিকিৎসক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় হাসপাতালের তরফে জরুরী ভিত্তিতে এগারো জন চিকিৎসক চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।