দীপাবলিতে প্রায় ৫ কোটি টাকার মদ বিক্রি একটি জেলাতেই!

দীপাবলিতে প্রায় ৫ কোটি টাকার মদ বিক্রি একটি জেলাতেই!

দিঘা: পূর্ব মেদিনীপুর। পর্যটকদের জন্য একদম আদর্শ এই জেলা। দিঘা, মন্দারমণি, তাজপুর… ঘোরার জায়গার কোনও শেষ নেই। আর বাংলার মানুষের তো বটেই, অন্যান্য রাজ্যের মানুষও এই জেলায় ভিড় করেন ঘুরতে এসে। সেই প্রেক্ষিতেই বড় রকমের লক্ষ্মীলাভ হয় রাজ্যের আবগারি দফতরের। দুর্গাপুজোতে রেকর্ড বিক্রি হয়েছিল এই জেলায়। দীপাবলীও বাদ গেল না। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকার মদ শুধু এই জেলাতেই বিক্রি হয়েছে। যদিও ১০ লক্ষ টাকা কম লাভ হয়েছে বলেই দাবি আবগারি দফতরের।

আরও পড়ুন- নিলাম ডেকে প্রয়াত রানির ১৪টি শখের ঘোড়া বিক্রি করে দিলেন রাজা চার্লস

দীপাবলিতে পূর্ব মেদিনীপুরে ৪ কোটি ৯০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। আবগারি দফতর জানিয়েছে, এই সময় ৫ কোটি টাকার মদ বিক্রির টার্গেট নিয়েছিলেন তারা। তাই সেই অনুযায়ী, ১০ লক্ষ টাকা কম বিক্রি হয়েছে মদের। যদিও সেটার কারণ আছে। বিগত কয়েক দিনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল। তাই দিঘা, মন্দারমণিতে থাকা অনেক পর্যটক হোটেল বন্দি ছিলেন, বেরোতে পারেননি। আবার অনেকের আসার কথা থাকলেও তারা বুকিং বাতিল করেছেন। তাই বিক্রি কমে গিয়েছে বলে দাবি করছে আবগারি দফতরের আধিকারিকরা। তবে তমলুক, পাঁশকুড়া এবং হলদিয়া এলাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে।

হিসেব বলছে, দুর্গাপুজোর চারদিনে এই জেলায় ২৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছিল! আর দীপাবলীর সময় হল প্রায় ৫ কোটি। আবগারি দফতর সূত্রে খবর, অক্টোবর মাসে ১২৫ কোটি টাকার মদ বিক্রির টার্গেট দেওয়া হয়েছে এই জেলায়। তারা মনে করছেন, মাসের বাকি দিনগুলিতে সেই টার্গেট পূরণ হয়েই যাবে। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় মদ বিক্রি যে ভালোই চলছে তা বলে দিচ্ছে তথ্যই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *