নিলাম ডেকে প্রয়াত রানির ১৪টি শখের ঘোড়া বিক্রি করে দিলেন রাজা চার্লস

নিলাম ডেকে প্রয়াত রানির ১৪টি শখের ঘোড়া বিক্রি করে দিলেন রাজা চার্লস

17f69caab35dc3bc6cfae96f57ba943f

লন্ডন:  রানি আর নেই৷ এখন তাঁর সিংহাসনে বিরাজমান রাজা তৃতীয় চার্লস৷  রানি দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় ওদের জন্য নতুন বছরের শুভেচ্ছাবার্তা আসন তাঁর দরবার থেকে। উৎসবের মরসুমে আসত নানাবিধ উপহারও। ব্রিটেনের রাজ সিংহাসনে বসার পর মায়ের প্রিয় সেই ঘোড়াগুলির মধ্যে ১৪টি বিক্রি করে দিলেন কিং চার্লস। সোমবার নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলিকে বিক্রি করা হয়৷

আরও পড়ুন- ইন্টারনেটের ‘মেরুদণ্ড’ গুঁড়িয়ে দেওয়ার ছক? ব্রিটিশ উপকূলে রুশ জাহাজ ঘিরে বাড়ছে আশঙ্কা

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উৎসাহের কথা কারও অজানা ছিল না! রাজ-আস্তাবল ভরা থাকত ঘোড়ায়৷ সেগুলি অংশ নিত ঘোড়দৌড়েও। এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন স্বয়ং রানি। তবে শারীরিক অসুস্থতার কারণে গত জুন মাসে ডার্বিতে যেতে পারেনি তিনি। তাতে কি? উইনসর প্রাসাদে বসেই টিভিতে দেখেছিলেন ঘোড়দৌড়। অন্যদিকে, রানি এলিজাবেথের প্রতিনিধি হিসাবে মাঠে উপস্থিত হয়েছিলেন তাঁর বোন রাজকুমারী অ্যান। তিনিও ঘোড়াপ্রেমী ববেই পরিচিত৷ 

টেটারসলসের মুখপাত্র জিমি জর্জের কথায়, ঘোড়া বিক্রির ঘটনা নতুন বা অস্বাভাবিক ঘটনা নয়। প্রতি বছরই রাজবাড়ির কিছু ঘোড়া বিক্রি করা হয়ে থাকে। তিনি জানান, রাজবাড়ির আস্তাবলে অনেকগুলি ঘোড়া শাবক রয়েছে। এতগুলি ঘোড়া ওই আস্তাবলা রাখা সম্ভব হচ্ছে না৷ সেই কারণেই ১৪টি ঘোড়া বিক্রি করা হয়েছে৷ রানি নেই বলে চার্লস জমানায় যে ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে, তেমনটা নয় বলেই দাবি তাঁর৷