ইতিহাসের পুনরাবৃত্তি! টাটা গোষ্ঠীর হাতেই ফিরল এয়ার ইন্ডিয়া

ইতিহাসের পুনরাবৃত্তি! টাটা গোষ্ঠীর হাতেই ফিরল এয়ার ইন্ডিয়া

41d3310e6058444adb3c4ae7877bae33

 

নয়াদিল্লি: টাটা গোষ্ঠীর হাতেই এয়ার ইন্ডিয়া৷ নিলামে জিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স৷ ১৮,০০০ কোটি টাকা দর দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা গোষ্ঠী৷ এয়ার ইন্ডিয়ার মালিকানা পওয়ার পরেই টুইট করেন রতন টাটা৷ টুইটে লেখেন, “Welcome back, Air India’’৷ 

আরও পড়ুন- ‘ভাবতেই পারিনি কখনও প্রধানমন্ত্রী হব’, আবেগতাড়িত মোদী

ঋণের ভারে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার দরপত্র হেঁকেছিল কেন্দ্রীয় সরকার৷ শেষ দিনে দরপত্র জমা দেয় টাটা গোষ্ঠী৷ দরপত্র জমা দিয়ে এয়ার ইন্ডিয়া কেনার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তারা৷ নিলামের পর এয়ার ইন্ডিয়ার মালিকানা পাকাপাকি ভাবে চলে গেল টাটা গোষ্ঠীর হাতে৷ 

প্রসঙ্গত,  স্বাধীনতার আগে ১৯৩২ সালে যাত্রা শুরু হয়েছিল টাটা এয়ারলাইন্সের৷ ১৯৪৬ সালে এই সংস্থার নাম হয় এয়ার ইন্ডিয়া৷ ১৯৫৩ সালে টাটার কাছ থেকে এই উড়ান সংস্থা অধিগ্রহণ করে নেয় কেন্দ্র৷ যদিও ১৯৭৭ পর্যন্ত এই সংস্থার  চেয়ারম্যান পদে ছিলেন জেআরডি টাটা। তবে বর্তমানে দেনার দায়ে ভুগছিল এয়ার ইন্ডিয়া৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেন ১৫ সেপ্টেম্বরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের দরপত্র জমা দিতে হবে। শেষ দিনে দরপত্র জমা দেয় টাটা গোষ্ঠী৷ 

এর আগে ২০১৮ সালেও এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ অংশীদারী বিক্রির চেষ্টা করেছিল কেন্দ্র৷ কিন্তু সেই সময় কোনও ক্রেতা পাওয়া যায়নি৷ এবার টাটার সঙ্গে নিলামে জোর টক্কর দিয়েছিলেন স্পাইস জেটের কর্ণধার অজয় সিং। তবে গত সপ্তাহ থেকেই কানাঘুষো শুরু হয়স, নিলামে সম্ভবত টাটা গোষ্ঠীকেই জয়ী ঘোষণা করা হবে। যদিও কেন্দ্রের তরফে সেই সময় নিলামে টাটা গোষ্ঠীর জয়ী হওয়ার খবরে সিলমোহর দেওয়া হয়নি৷ শুক্রবার ফলাফল ঘোষণার পর আর কোনও সংশয়ই রইল না৷ 

একসময় এয়ার ইন্ডিয়া ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রতন টাটা৷ সেই স্বপ্নই পূর্ণতা পেল৷ টাটা গোষ্ঠীর হাতেই ফিরছে এয়ার ইন্ডিয়ার মালিকানা। আর গোটা প্রক্রিয়াতে যেন একটা বৃত্ত পূর্ণ হল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *