হাইকোর্ট তলব করেনি, বিভ্রান্তি ছড়ানো হয়েছে! দাবি পর্ষদ সভাপতির

হাইকোর্ট তলব করেনি, বিভ্রান্তি ছড়ানো হয়েছে! দাবি পর্ষদ সভাপতির

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই জানা গিয়েছিল যে কলকাতা হাইকোর্ট তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামনুজ গঙ্গোপাধ্যায়কে। তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন এও খবরও জানা যায়। কিন্তু বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ উল্টো দাবি করলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর কথা, তলবই করেনি কলকাতা হাইকোর্ট, এমন কোনও নির্দেশ তিনি পাননি। পাশাপাশি তিনি এও দাবি করেন যে, তলবের বিষয়টি পুরোটাই অপপ্রচার। 

আরও পড়ুন- ছেড়েছিলেন বিদেশের কাজ, অম্বানী-পুত্রবধূ কিন্তু পরিবারেরও গর্ব, চেনেন কৃশাকে?

আদালত সূত্রে জানা গিয়েছিল, আগের এক নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয়। মামলাকারীকে আদালতের নির্দেশে ২০ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র না দিলে ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রামানুজকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। কিন্তু এদিন দুপুরে জানা যায়, আদালতের হাজিরা এড়িয়ে গিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। কিন্তু বিকেলে মাধ্যমিকে প্রথম পরীক্ষার পর সাংবাদিক বৈঠকে রামানুজ জানান, হাজিরা সংক্রান্ত কোনও নির্দেশ তাঁর কাছে আসেনি। বরং সংবাদমাধ্যমের একটা অংশ বিভ্রান্তি ছড়িয়েছে। পর্ষদের সভাপতির আরও দাবি, এই ঘটনার জন্য তাঁর কাজে সমস্যা হয়েছে, তিনি বিব্রতও হয়েছেন।