আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায়, ‘মদন মিত্র হেরে গিয়ে হামলা করছে’, দাবি তাঁর

আক্রান্ত রাজু বন্দ্যোপাধ্যায়, ‘মদন মিত্র হেরে গিয়ে হামলা করছে’, দাবি তাঁর

কামারহাটি:  কামারহাটিতে আক্রান্ত বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়৷ তাঁর গাড়িতে হামলার অভিযোগ৷ গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা, ইট৷ গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে৷ বেলঘড়িয়া ব্রিজের উপর তিনি আক্রান্ত হন৷ হাতে চোট পেয়েছেন বিজেপি প্রার্থী৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ 

আরও পড়ুন- ‘এই শালা বাইরে আয়’, BJP নেতার বাড়ি ভেঙে তৃণমূলী তাণ্ডব!

এদিন বেলঘড়িয়া ব্রিজের উপর দিয়ে নন্দননগরের দিকে যাচ্ছিলেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে বাইক নিয়ে হামলা চালায়৷ দুটি বাইকে মোট চারজন ছিল৷ রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে আধলা ইট ছোড়ে৷ চার জনেই ইট ছোড়ে৷ রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে৷ তবে তা মাটিতে পড়ে যায়৷ 

প্রসঙ্গত, নন্দননগরে তৃণমূলের বুথ দখলের খবর পেয়েই সেখানে যাচ্ছিলেন তিনি৷ সেই সময় আক্রান্ত হন তিনি৷ তাঁর হাতে ও বুকে চোট লেগেছে৷ তিনি বলেন, নন্দননদরে যাচ্ছিলা৷ সিপিকে বারবার বলেছি, বাইরে থেকে গুণ্ডাবাহিনী বাইক নিয়ে ঘুরছে৷ হেরে গিয়ে আজ ইট মারছে৷ বাইরে থেকে মাফিয়াদের আনা হয়েছে৷ মদন মিত্র হেরে গিয়েছে বলে হামলা করছে৷ আমাকে এই ভাবে দমাতে পারবে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =