কলকাতা: কথায় আছে ‘ভাদ্রে বৃষ্টিও পচা, গরমও পচা’। বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ। কিন্তু চলতি মাসে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বৃষ্টি যে হবে তাও বলা হয়েছে। এদিকে শনিবার ভোর থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসে স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি হতে পারে। তাহলে কি দুর্গাপুজোয় বৃষ্টি হবেই?
আরও পড়ুন- জেলে প্রথম রাত কেমন কাটল অনুব্রতর? কী খেলেন কেষ্ট
মৌসম ভবনের পূর্বাভাস, যে সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা মূলত বিদায় নিতে শুরু করে, সেই মাসেই এবার বাড়তি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের একটা অংশ মনে করছে, ‘লা নিনা’ এই বাড়তি বৃষ্টি জন্য দায়ি। ২০২১ সালে সার্বিকভাবে সারা বছরে বৃষ্টি কম হলেও এই সেপ্টেম্বর মাসেই বৃষ্টির পরিমাণ প্রায় ৩৫ শতাংশ বেড়েছিল। সেই একই ঘটনা এবারেও ঘটতে চলেছে বলেই অনুমান। এদিকে চলতি বছর এমনিতেই কিছুটা বেশি বৃষ্টি হয়েছে বলে তথ্য মিলেছে। তাই ‘লা নিনার’ মতো পরিস্থিতি এবার অতিরিক্ত বৃষ্টি দিতে পারে।
শুধু বাংলার ক্ষেত্রেই পূর্বাভাস আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কমপক্ষে ৫ টি জেলায় এমন পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পঙে লাল সতর্কতা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা এবং দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও দুর্গাপুজোর বৃষ্টি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, পুজোয় আবহাওয়া কেমন থাকবে, তা পুজোর সপ্তাহখানেক আগেই বলা সম্ভব৷