কলকাতা: নিম্নচাপ শক্তি হারালেও লক্ষ্মীবারেও কাটল না তার রেশ৷ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা। সকাল থেকে কলকাতার বিভিন্ন অংশে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ সকাল ৭টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টা তিন জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ তবে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে বৃষ্টির দাপট৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
আরও পড়ুন- বেড়েই চলেছে অপার সম্পত্তির বহর, উদ্ধার আরও পাঁচ কোটি!
বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বিকেলের দিকে বৃষ্টির জের আরও বাড়তে পারে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টিপাতের সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ সরে গেলেও এর অক্ষরেখা ছত্তীশগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এই অক্ষরেখাটি গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই৷ সেই কারণেই বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু দেখা গেল বৃহস্পতিবারও সেই রেশ কাটেনি। একঘেয়ে বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কোনও পরিবর্তন নেই। আজও দক্ষিণেবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>