স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষা কি তাহলে ঢুকে গেল

স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষা কি তাহলে ঢুকে গেল

কলকাতা: বৃষ্টি কবে হবে? বর্ষা কবে আসবে? দক্ষিণবঙ্গের মানুষদের কাছে এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। শেষ কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আকাশ গর্জন পর্যন্ত করেনি। অসহনীয় গরম তার সঙ্গে প্যাচপ্যাচে ঘামই ছিল দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গী। একটা সময় যেন আর পেরে ওঠা সম্ভব হচ্ছিল না চূড়ান্ত গরমের সঙ্গে। মাঝে হালকা বৃষ্টি হলেও গরম কমছিল না। কিন্তু এবার মিলল সুখবর। খাতায়-কলমে এবার বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন- দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন, চক্রান্তের গন্ধ পাচ্ছেন দিলীপ

আবহাওয়া দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ৯ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। মৌসম ভবনের তরফে মৌসুমী বায়ুর গতি প্রকৃতির যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে বর্ষা। তাই এখন বলাই যায় যে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষার আগমণ ঘটেছে। এবার অনুমান আগামী কয়েক দিনের মধ্যে গোটা বাংলা জুড়েই বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণে তার শিকি ভাগও দেখা যাচ্ছিল না। এবার হয়তো সেই আশা পূর্ণ হবে মানুষের। কিছু দিন আগে থেকে প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছিল। হালকা থেকে মাঝারি বৃষ্টিই সঙ্গী ছিল। এখন ভারী বৃষ্টি অপেক্ষায় দক্ষিণবঙ্গ। তাতে যদি এই ভ্যাপসা গরম কমে।

ইতিমধ্যেই গরমের কারণে রাজ্য সরকার স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে। যদিও সেই নিয়ে বিতর্ক আছে। কিন্তু যে গরম বিগত কিছু দিনে পড়েছিল তাতে হাঁসফাঁস অবস্থা ছিল সকলের। একটু বেলা বাড়ার পর রাস্তায় বেরনো দায় হয়ে যাচ্ছিল। তবে চলতি সপ্তাহ থেকে যে বৃষ্টি শুরু হবে তার একটা ক্ষীণ ইঙ্গিত হাওয়া অফিস দিয়ে রেখেছিল। সেই অনুযায়ী শুক্রবার বিকেল থেকে কলকাতা সহ একাধিক জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষা কি ঢুকে গেল

অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষা কি ঢুকে গেল

কলকাতা: লাগাতার কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জোরদার ব্যাটিং করছে বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গ যেন চাতক পাখি হয়ে গিয়েছিল। বৃষ্টি আর হয় না। কিন্তু অবশেষে লক্ষ্মীবারে স্বস্তি পেল রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জেলায় হল বর্ষণ। তবে কি বর্ষা এসে গেল বঙ্গে? এখন এই প্রশ্নই সকলের মনে। কারণ সকলেই এই অতিরিক্ত গরমে নাজেহাল। কেউই আর এই তাপ সহ্য করতে পারছে না, চাইছেও না।

আরও পড়ুন- পেনড্রাইভে রোদ্দুরের বক্তব্য আদালতে পেশ, রায়দান আপাতত স্থগিত

শেষ কিছু দিন ধরে একটি মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছিল না তিলোত্তমায়। তবে এদিন সন্ধ্যায় একেবারে স্বস্তির বৃষ্টি নামে কলকাতায়। দমদম, নাগেরবাজার সহ উত্তর কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। সবথেকে বড় কথা, এই বৃষ্টির ফলে হালকা একটি ঠান্ডা আমেজও তৈরি হয়েছে। বাইরে সুন্দর হাওয়া বইছে যা ভালো মতোই অনুভব করা যায়। দীর্ঘ গরমের পরে এই বৃষ্টির জেরে অনেকটাই শান্তি পেল শহর তথা দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে, উত্তরবঙ্গে তো তুমুল বৃষ্টি হচ্ছে বিগত কয়েক দিন ধরেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে চলছে নাগাড়ে বৃষ্টি। সেই বৃষ্টি বজায় আছে সেখানে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে, এবার তাড়াতাড়ি ঢুকবে বর্ষা। ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরলে বর্ষা ঢুকেও গিয়েছে বলে জানা গিয়েছিল। তাই বাংলাতেও আগে ঢুকবে বর্ষাকাল এটাই অনুমান করা হয়েছিল। কিন্তু সেইভাবে বৃষ্টির মুখ দেখা যাচ্ছিল না। তবে আজ সেই আশা পুরণ হল বঙ্গবাসীর। মূলত, দক্ষিণ বঙ্গের মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =