কলকাতা: প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে হোক কিংবা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা ‘অগ্নিপথ’ প্রকল্প, দুই নিয়েই দেশ জুড়ে আচমকা বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্যের বিক্ষোভ, আন্দোলন চলছে। রাস্তা অবরোধ থেকে শুরু করে টায়ার পোড়ানো, ট্রেন জ্বালানো, ভাঙচুর সবই চলছে। দুই ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তাপও কিছু কম নয়। এবার এই নিয়ে মুখ খুলে বিরোধীদের আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এখানে চক্রান্তের গন্ধ পাচ্ছেন।
আরও পড়ুন- জীবনদায়ী ওষুধের পর দাম বাড়ছে রক্তেরও! চিন্তায় আমজনতা
দিলীপের বক্তব্য, নূপুর শর্মার বক্তব্য হোক বা অগ্নিপথ বিরোধী আন্দোলন, দেশকে অশান্ত করার একটা ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা কোনও ইস্যু নেই, তাই পরিস্থিতি তৈরি করে এসব করা হচ্ছে বলে মত তাঁর। তিনি এও বলছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অশান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে তিনি ‘অগ্নিপথ’ ইস্যুতে বলেন, সেনাবাহিনীতে চাকরি বাড়বে কিন্তু যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তারা মূল ব্যাপারটা বোঝেইনি। এমনকি তাদের ভুল বুঝিয়ে বিপথে চালনা করা হচ্ছে বলেও দাবি করেন দিলীপ। তিনি স্পষ্ট করে ব্যাখ্যা করে বলেছেন, যারা চাকরি পেতেন তারা তো স্থায়ী হবেনই, এছাড়াও লক্ষ লক্ষ যুবক নতুন করে চাকরি পাবেন এই প্রকল্প হলে।
উল্লেখ করা ভালো, চলতি সপ্তাহে ‘অগ্নিপথ’ মডেলের ঘোষণা করেছে কেন্দ্র। সেই মডেলের আওতায় চার বছরের জন্য দেশের তিন সামরিক বাহিনীতে যুবক-যুবতীদের নিয়োগ করা হবে। চার বছরের চাকরির শেষে ৭৫ শতাংশ ‘অগ্নিবীর’-দের অব্যাহতি দেওয়া হবে। সেইসময় তাঁরা মোটা অঙ্কের প্যাকেজ পাবেন। প্রাথমিক ভাবে অগ্নিবীরদের মাসিক বেতন হবে ৩০ হাজার টাকা অর্থাৎ প্রথম বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ। পরে তা বেড়ে প্রায় ৪৫ হাজার টাকা হবে৷ চতুর্থ বছরে অগ্নিবীররা পাবেন ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ।