পশ্চিমী ঝঞ্ঝার দোসর হয়ে হাজির বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্ত, আগামী দু’দিন ভিজবে বাংলা

পশ্চিমী ঝঞ্ঝার দোসর হয়ে হাজির বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্ত, আগামী দু’দিন ভিজবে বাংলা

 

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ভুগছে বাংলা৷ শনিবার থেকে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়৷ পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এবার দোসর হয়ে জুটেছে বাংলাদেশে বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন রাজ্যে আবহওয়ার বিশেষ বদল হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ 

আরও পড়ুন- ট্যাবলো বাতিল করে শুধু বাংলাকে নয়, অপমান করা হয়েছে নেতাজিকেও: শাম্মি জাহান

এদিকে রাজ্যে বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস৷ তবে তা হয়নি। আগে না হলেও আগামী দু’দিন কোনও কোনও এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলে ফের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর৷ সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৬ ডিগ্রির আশেপাশে৷  যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও৷ ২৬ জানুয়ারি পর্যন্ত বঙ্গে দাপাদাপি করবে বৃষ্টি৷ 

২৫ জানুয়ারি মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায়৷ এই জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =