ট্যাবলো বাতিল করে শুধু বাংলাকে নয়, অপমান করা হয়েছে নেতাজিকেও: শাম্মি জাহান

ট্যাবলো বাতিল করে শুধু বাংলাকে নয়, অপমান করা হয়েছে নেতাজিকেও: শাম্মি জাহান

কলকাতা: মুখ্যমন্ত্রীর পর এবার ট্যাবলো বিতর্কে মুখ খুললেন কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাম্মি জাহান। নেতাজির ১২৫ জন্মজয়ন্তি উপলক্ষ্যে এদিন নিজের ওয়ার্ডে বিশেষ সহায়তা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি৷ সেখানেই শাম্মি জাহান বলেন, ‘‘দেশে বহু নেতা আছেন কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু একজনই।’’

এরপরই বাংলার ট্যাবলো প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘‘প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবার বাংলার ট্যাবলো বাতিল করে শুধু যে বাংলাকে নয়, অপমান করা হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুকেও।’’ বলেছেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম্বানি ও আদানির মত মানুষের খেরাটোপে থাকেন। বিদেশ গাড়ি, বিদেশ জুতো ব্যবহার করেন তাঁরা নেতাজিকে কিবা সন্মান দেবেন।’’

একই সঙ্গে অভিযোগ করেছেন, ‘‘ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে৷ আর দেশনায়ক সুভাষ চন্দ্র বসু একটাই কথা বলতেন আমরা ভারতবাসী। যেখানে ধর্মের কোন ভেদাভেদ নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার মানুষের ধর্ম নিয়ে রাজনীতি করেন।’’

বস্তুত, নেতাজির ১২৫ জন্মজয়ন্তিকে কেন্দ্র করে সারা দেশের সঙ্গে কলকাতা সহ এরাজ্যেও সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি জন্ম জয়ন্তি৷ তাঁর দেশপ্রেম, সাহসিকতা, নেতৃত্বে, ঐক্য ও সৌভাতৃত্বের প্রতীক আজও ভীষণভাবে জীবিত৷ তাই জন্মদিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে এদিন কলকাতা পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হয় নেতাজির জন্ম বার্ষিকী। রবিবাসরীয় সকালে ছুটির মেজাজেই দেশের বীর পুত্রের জন্মদিন পালন করার পাশাপাশি এলাকায় দুঃস্থ মানুষকে ৫০০ কম্বল বিতরণ করেন এলাকার পুরমাতা শাম্মি জাহান। করোনা অতিমারীতে আগত সকলেই এদিন মাস্ক পরে কোভিড বিধি মেনে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =