কলকাতা: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টি নিয়ে বড় খবর শোনাল আবহাওয়া দফতর। জানান হল, আগামী তিন-চার দিনের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় মূলত দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এইসব জেলায় বাড়বে বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে যার পরিমাণ আগামী দিনে বাড়বে।
আরও পড়ুন- ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি, আর কতক্ষণ অপেক্ষা? জানাল হাওয়া অফিস
এদিকে কলকাতায় কবে বৃষ্টি হবে তার পূর্বাভাসও দেওয়া হল। জানান হয়েছে, আগামীকালই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই সময়েই শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হতে পারে এবং দক্ষিণে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। আগামী সপ্তাহে আবার আন্দামানে প্রবল নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস। যার কারণ ভারি বর্ষণ হবে সেখানে। তার প্রভাব কিছুটা বাংলাতেও পড়বে। সব মিলিয়ে আগামী কয়েক দিন আর তাপপ্রবাহের ভয় খুব একটা থাকবে না বলেই আশ্বস্ত করা হচ্ছে আবহাওয়া দফতর থেকে।
হিসেব অনুযায়ী, চলতি বছরে ফেব্রুয়ারির শেষ দিন শেষ বার বৃষ্টি হয়েছে কলকাতায়। তারপর গতকাল হল ছিটেফোঁটা। অর্থাৎ ৬০ দিনের মাথায় আবার ফিজেছে শহর। এই শতকের ২২ বছরে এই প্রথম একটানা ৫৯ দিন বৃষ্টিহীন ছিল কলকাতা। যদিও এর আগে অনেকবার টানা বৃষ্টি না হওয়ার রেকর্ড গড়েছে তিলোত্তমা। ২০০৬ সালে এক টানা ৭২দিন বৃষ্টিহীন ছিল কলকাতা। ১৯৯৯ সালে আবার গোটা এপ্রিল মাসেই বৃষ্টি হয়নি। সব মিলিয়ে ১২২ বছরের রেকর্ড হল না। এদিকে আবার এও জানান হয়েছে, মে মাসের মাঝামাঝি উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই ঘূর্ণিঝড়। তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতা বাড়াতে থাকবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে আসতে থাকবে সেটি। অবশেষে এখানেই সেটি আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল।