২৪ ঘণ্টার মধ্যেই বদল ঘটবে আবহাওয়ার, ভোগাতে পারে ২ দিন

২৪ ঘণ্টার মধ্যেই বদল ঘটবে আবহাওয়ার, ভোগাতে পারে ২ দিন

a80430e33af21de7464d164dbccf378e

কলকাতা: লাগাতার বৃষ্টি থেকে যে বঙ্গবাসী মুক্তি পাবে না তা আগেই স্পষ্ট করে দিয়েছিল আবহাওয়া দফতর। গত বছরের শেষ থেকেই একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝা দেখেছে বাংলা, নাগাড়ে বৃষ্টিপাত হয়েছে এবং শীতের আবহের তাল কেটেছে বারবার। নতুন বছরেও একই জিনিস লক্ষ্য করা যাবে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল রবিবার থেকে আবার বৃষ্টি দেখবে বাংলা। আগামীকাল থেকে তাই হতে চলেছে। একদিনের আবহাওয়ার বদল ঘটবে।

আরও পড়ুন- ‘রবীন্দ্রনাথের নাম থাকলে তাঁর নামেও ভোট পড়ত’, ছাপ্পা নিয়ে তৃণমূলকে খোঁচা সুকান্তের

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ যেমন রোদ ঝলমলে সকাল দেখা গেল, আগামীকাল তা দেখা নাও যেতে পারে। রবিবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যের সব জেলায় পরিলক্ষিত হতে পারে। কিছু জেলায় সোমবার সকালেও মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। যদিও মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাও ভিজবে হালকা বৃষ্টিতে। এই কারণে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কিছুটা হলেও শীত কমে যেতে পারে।

আসলে গোটা মরশুমে শীতের পথে বারবার ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ শীত জাঁকিয়ে বসতেই নেমেছে বৃষ্টি৷ তাল কেটেছে ঠাণ্ডার৷ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও, সে ভাবে হাড়ে কাপুনি ধরেনি৷ তবে তারপর কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী কারণ শীত সত্যিই পড়েছিল জাঁকিয়ে। এখন আবার সেই বৃষ্টির ভ্রূকুটি। রবিবারের পর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়ার আমেজ, এটা একদম পরিষ্কার করে দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *