কলকাতা: দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টিকে সহ্য করতে হয়েছে রাজ্যের সাধারণ মানুষকে। মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছিল উত্তর এবং দক্ষিণবঙ্গে। এখন দুর্গাপুজো মিটে গেলেও বৃষ্টি যে চটজলদি ছেড়ে যাবে না তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ হাওয়া অফিসের আভাস অনুযায়ী, ফের প্রবল বর্ষণে ভাসতে পারে বঙ্গের এক অংশ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে দাবি করা হয়েছে তাই জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। কিন্তু কোথায়?
আরও পড়ুন- প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল ৮৩ বছর
আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, উত্তরের জেলাগুলিতে প্রবল বর্ষণ দেখা যাবে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রত্যেক জেলাতেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া মহল। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। সেই কারণেই প্রবল বৃষ্টি হবে আগামী কয়েক দিন। আপাতত সিকিম রাজ্য বৃষ্টিতে নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। একাধিক জায়গায় ধস নেমেছে বলেও খবর। তাই বিপাকে পড়েছে ঘুরতে যাওয়া বহু পর্যটকরা।
দুর্গাপুজোর মতো লক্ষ্মী পুজোর দিনও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে হালকা বৃষ্টি রবিবার হয়েছে বটে কিন্তু তার কোনও ধারাবাহিকতা ছিল না। দুপুরের দিকে হালকা বৃষ্টি হলেও আর তার দেখা মেলেনি। এবার আগামী কয়েক দিনে কী পরিস্থিতি তৈরি হয় সেটাই দেখার।