কলকাতা: চলতি সপ্তাহ থেকে যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে তার আভাস অনেক আগেই দিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল, কালবৈশাখী আসতে পারে অল্প কয়েকদিনের মধ্যেই। সেই অনুযায়ী, বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা বদল হয়েই গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা, তবে মাঝে মধ্যে সূর্যের দেখা মিলছে। তা বলে যে বৃষ্টি হবে না এমনটা নয়। ঝড়ো হাওয়াও বইবে বলে জানান হয়েছে।
আরও পড়ুন- দিল্লিতে ED-র দফতরে হাজিরা দেবেন না কেষ্ট-কন্যা! আইনজীবী মারফত চিঠি পাঠালেন সুকন্যা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় হবে ঝড়-বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানান হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্যও একই আভাস দিয়েছে হাওয়া মহল। তবে সেখানে ঝড়ের গতিবেগ কিছুটা কমে ৩০ থেকে ৪০ কিমি হতে পারে ঘণ্টায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ধেয়ে আসছে ঝড়বৃষ্টি , হলুদ সতর্কতা জারি! Rainfall predicted this week in Bengal” width=”560″>
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে কিঞ্চিৎ বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি হয়নি। কলকাতা তো বহুদিন ধরেই বৃষ্টিতে ভেজেনি। তবে যেহেতু কালবৈশাখীর পূর্বাভাস আছে তাই বর্ষণের অপেক্ষা যে বেশি দিন করতে হবে না তা আন্দাজ করা যাচ্ছে। তবে এই বৃষ্টির জেরে তাপমাত্রার যে ব্যাপক পরিবর্তন হবে এমনটা নয়। খুব বেশি হলে ১-২ ডিগ্রি কমতে পারে পারদ, তবে আপাতত যা গরম পড়েছে তাতে এই পতন কোনও লাভ দেবে না।