রেলভবনে অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ মোদীর, রেলের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

রেলভবনে অগ্নিকাণ্ড: শোকপ্রকাশ মোদীর, রেলের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা:  কলকাতার স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করল রেল৷ কিন্তু এই অগ্নিকাণ্ড নেহাতাই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ অন্যদিকে খবর পেয়ে সোমবার রাতেই দমকলমন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে অকুস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি রেলের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন তিনি৷ 

আরও পড়ুন- পামেলাকাণ্ডে গ্রেফতার রকেশের সুইটি! রয়েছে গুরুতর অভিযোগ

মু্খ্যমন্ত্রী বলেন, ‘‘এটি রেলের বহু পুরনো অফিস৷ কিন্তু এখনও তাঁদের কেউ এখানে আসেনি৷ দমকলের তরফে একটা মানচিত্র চাওয়া হয়েছিল, সেটাও দেওয়া হয়নি৷ এটা মর্মান্তিক দুর্ঘটনা৷ এটাকে নিয়ে রাজনীতি করতে চাই না৷’’ সেই সঙ্গে নিহতদের পরিবারকে  ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মৃত্যুর কোনও বিকল্প হয় না৷ তবুও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে৷’’ মুখ্যমন্ত্রীর আক্ষেপ, নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের মানচিত্র পাওয়া গেলে আরও আগে আগুন নিয়ন্ত্রণে আনা যেত৷ যদিও আজ মুখ্যমন্ত্রীর আনা অভিযোগ নস্যাৎ করে পূর্ব রেলের এজিএম অনিত দৌলত বলেন,  ‘‘জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে৷ তারা নিশ্চিত ভাবেই নকশা দেখবেন৷ এর অর্থ নকশা আছে৷’’

চারজন উচ্চপদস্থ অফিসারকে নিয়ে গঠিত হবে রেলের তদন্তকারী দল৷  রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন রেলের মুখ্য নিরাপত্তা অফিসার জয়দীপ গুপ্তা। পাশাপাশি এও বলা হয়েছে, এই ঘটনায় রাজ্য সরকার তদন্ত করতে চাইলেও সম্পূর্ণ সহযোগিতা করা হবে৷ রেলের অফিসে এই মার্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং  গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি৷ 

আরও পড়ুন- বেকারত্বের সমস্যা থেকে বিধায়কের পারফরম্যান্স কেমন, সমীক্ষা দিল ইঙ্গিত

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৬ টা ১০ নাগাদ ১৪ তলা রেলভবনের ১৩ তলায় আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ১২ তলাতেও৷ ভয়াবহ আগুনের গ্রাসে এখনও পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন রেলের অফিসার, দমকলকর্মী এবং এক পুলিশ অফিসার৷ দমকলের ইঞ্জিনের পাশাপাশি যন্ত্রচালিত মই আসার পর আগুন নেভানোর কাজ গতি পায়। মধ্যরাতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু রাত ২টো নাগাদ ফের জ্বলে ওঠে আগুন। দমকলের তরফে জানানো হয়েছে, ভোর ৪টে নাগাদ রেলভবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ওই বহুতলের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে দমকলের তরফে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =