পামেলাকাণ্ডে গ্রেফতার রকেশের সুইটি! রয়েছে গুরুতর অভিযোগ

পামেলাকাণ্ডে গ্রেফতার রকেশের সুইটি! রয়েছে গুরুতর অভিযোগ

 

কলকাতা: মাদককাণ্ডে নয়া মোড়৷  নিউ আলিপুরের পামেলা মাদক চাপার কাণ্ডে এবার বিজেপি নেতা রাকেশ সিংয়ের আরও এক সহকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটি৷ জানা গিয়েছে, সোমবার গভীর রাতেই সুইটিকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সূত্রে খবর, আজ মঙ্গলবার ধৃত সুইটিকে আদালতে তোলা হবে৷ পুলিশের অনুমান, প্রিয়াঙ্কা রাকেশ সিংয়ের সঙ্গে মাদক পাচারে কাজে যুক্ত ছিলেন৷ প্রতি গ্রাম মাদক ৯৫০০ টাকা দরে কিনে রাকেশকে সরবরাহ করত ধৃত এই সুইটি৷ জানা গিয়েছে, সুইটি পেশায় ছিলেন মডেল৷ ছিল বিভিন্ন নাইট ক্লাবে যাতাযাত৷ পুলিশের অনুমান, নাইট ক্লাবে যাতাযাতের মাধ্যমে মাদক কারবার চলত৷

মাদককাণ্ড নিয়ে ইতিমধ্যেই চাপে পড়েছে বিজেপি৷ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার পর পুলিশের জালে ধরা পরে যান বিজেপির আরও এক নেতা রাকেশ সিং৷ পামেলা রাকেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন৷ তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেনপামেলা৷ মাদককাণ্ডের তদন্তে নেমে পুলিশ রাকেশের ডানহাত বলে পরিচিত এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ৷ সব মিলিয়ে মাদক কাণ্ড নিয়ে বিস্তর জলঘোলা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + four =