লোকাল ট্রেন চালানোর দাবিতে ধুন্ধুমার-কাণ্ড মল্লিকপুরে, অবরোধ একাধিক স্টেশন

লোকাল ট্রেন চালানোর দাবিতে ধুন্ধুমার-কাণ্ড মল্লিকপুরে, অবরোধ একাধিক স্টেশন

28db6dd81b5cd9a02b4d56d293de3407

কলকাতা: অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে ফের অবরোধ সোনারপুর স্টেশনে৷ লোকাল ট্রেন না চললে পেট চলবে না, এই দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেছিল স্থানীয় মানুষ৷ বৃহস্পতিবার সকালে ফিরল একই ছবি৷ পাশাপাশি বারুইপুর শাখার মল্লিকপুর স্টেশনেও লোকাল ট্রেন চালানোর দাবিতে ধুন্ধুমার কাণ্ড৷ পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি৷ জিআরপি’র গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা৷ অবরোধ চলছে ক্যানিং শাখার বেতবেড়িয়া, ঘুটিয়ারি শরিফেও৷ 

আরও পড়ুন- রাজভবন অনুমোদন দেয়নি, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বাড়াল রাজ্য

আজ সকালে সোনারপুর স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন নিত্যযাত্রীরা৷ যার জের আটকে পড়ে স্টাফ স্পেশাল ট্রেন৷ অন্যদিকে মল্লিকপুরে জিআরপি, ওসি সহ পুলিশকর্মীদের ধাওয়া করে এলাকাছাড়া করে অবরোধারীরা৷ হামলা করা হয় পুলিশের গাড়িতেও৷ গতকাল এই ঘটনার সূত্রপাত সোনারপুর স্টেশনে৷ সোনারপুরে রেল অবরোধের পর আজ ফের একই ছবি ধরা পড়ল বিভিন্ন স্টেশনে৷ এদিনও সকাল ৭টা থেকে সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়৷ আটকে পড়ে আপ ক্যানিং স্টাফ স্পেশ্যাল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *