SSC: প্রাক্তন উপদেষ্টার ‘উত্থান’ নিয়ে প্রশ্ন নানা মহলে, শাসক ‘ঘনিষ্ঠ’ বলেই কি…

SSC: প্রাক্তন উপদেষ্টার ‘উত্থান’ নিয়ে প্রশ্ন নানা মহলে, শাসক ‘ঘনিষ্ঠ’ বলেই কি…

কলকাতা: সাধারণ গণিত শিক্ষক থেকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা। এক কথায় চমকপ্রদ উত্থান শান্তিপ্রসাদ সিনহার। আর তাঁর কেরিয়ারের এই যাত্রা নিয়েই এখন নানা প্রশ্ন উঠছে। অনেকের মতে, শাসক শিবিরের ‘ঘনিষ্ঠ’ হওয়ার জন্যই তিনি আজ এই জায়গায়। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে বৈকি। কিন্তু ঘটনা যাই হোক, শান্তিপ্রসাদকে নিয়ে জলঘোলা কিছু কম হচ্ছে না।

আরও পড়ুন- ৯০০-র বেশি প্যানেল তালিকাভুক্ত নাম বাতিল হল এবার!

গ্রুপ ডি দুর্নীতি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এখন সিবিআই নজরে। তাঁকে ইতিমধ্যেই একবার জিজ্ঞাসাবাদ করে ফেলেছে সিবিআই। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ, শান্তিপ্রসাদকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে সিবিআইয়ের কাছে যেতে হবে না। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে৷ এই আবহে স্বস্তি পেলেও তাঁকে নিয়ে চর্চা কম হচ্ছে না। আসলে কে এই শান্তিপ্রসাদ সিনহা, দেখে নেওয়া যাক।

যোগেশ চৌধুরী কলেজে গণিত শিক্ষক ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল। পরে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি  স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টার পদে নিয়োগ পান। সেই পদেই শেষ পর্যন্ত ছিলেন শান্তিপ্রসাদ। এই জায়গা থেকেই এখন নানা প্রশ্ন শোনা যাচ্ছে ইতিউতি। অনেকের ধারণা, রাজ্য সরকারের ‘ঘনিষ্ঠ’ হওয়ার কারণেই তাঁর এই ‘উত্থান’ এত কম সময়ে সম্ভব হয়েছে। আবার অনেকে মনে করছেন, তৃণমূল-ঘনিষ্ঠতার সূত্রেই তিনি বিভিন্ন কলেজের পরিচালন সমিতিতে ঠাঁই পেতেন।

আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে মহার্ঘভাতা, কবে থেকে লাগু?

এই জায়গায় উল্লেখ করা যায় যে, ২০১৯ সালে কলকাতার প্রেস ক্লাবের সামনে যখন চাকরিপ্রার্থীদের অনশন চলছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবু শিক্ষকদের মধ্য থেকে পাঁচ জন প্রতিনিধি এবং সরকারি তরফের পাঁচ প্রতিনিধি ঠিক করেন। তাদেরকেই নিয়োগের বিষয়টি সমাধান করার নির্দেশ দেন। মমতার প্রতিশ্রুতিতেই তারা অনশন ভাঙে। সরকারি প্রতিনিধিদের মধ্যে ছিলেন এই শান্তিপ্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =