কলকাতা: অনেক মানুষের থাকার জন্য নিজেদের বাড়ি বা ফ্ল্যাট নেই এখনও। এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র তাঁর সারমেয়দের জন্য আলাদা ফ্ল্যাট কিনেছিলেন! এই খবর প্রকাশ্যে আসার পরেই শোরগোল শুরু হয়। কিন্তু এখন এই নিয়ে চর্চা কমলেও সেই সারমেয়দের নিয়ে চিন্তা থেকেই গিয়েছে। এখন কোথায় তারা সকলে? কে দেখাশোনা করছেন তাদের? এই সব প্রশ্ন ঘোরাঘুরি করছে।
আরও পড়ুন- রেলের উচ্চপদে এবার শুধু যোগ্যতাই যথেষ্ট নয়, বাধ্যতামূলক হচ্ছে মনঃশক্তির পরীক্ষা
পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের আলাদা ফ্ল্যাটের হদিশ পেয়ে অবাক হয়েছিল ইডি আধিকারিকরাও। জানা গিয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা এক ফ্ল্যাটই ছিল তাদের বাড়ি। এখন সেই ফ্ল্যাটেই অনাদরে পড়ে আছে পার্থর লক্ষাধিক টাকার ৯ টি সারমেয়। সূত্রের খবর, ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ১৯ তলায় পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটিতে আছে এরা। পাগ থেকে শুরু করে বিগেল, ল্যাবরেডর থেকে বুলডগ, সবই আছে এই সারমেয়দের তালিকায়। কিন্তু এখন তাদের কেমন অবস্থা তাই নিয়ে চিন্তা পশুপ্রেমীদের। কারণ অন্তত দু’মাস ধরে তারা এই ফ্ল্যাটেই কার্যত বন্দি।
আগে নিয়ম করে লোক আসত তাদের পরিচর্যা করতে, হাঁটাতে নিয়ে যেত। কিন্তু এই ফ্ল্যাটটি এখন যেহেতু আদালতের বিচারাধীন বিষয়ের মধ্যে পড়ে গিয়েছে তাই সারমেয়দের আর নামানো যায়নি। কেউ আর দেখভাল করতেও আসে না। আগে এই ঘরে তাদের জন্যই চলত এসি, দিনভর। এখন সেটাও চলে কিনা কেউ জানে না। তারা কী খাচ্ছে, র্জ্য কোথায় ত্যাগ করছে, তা কে সাফ করছে, কারোর কোনও আন্দাজ নেই। এভাবে কতদিন তারা টিকে থাকতে পারবে সেই প্রশ্নও উঠেছে পশুপ্রেমীদের মধ্যে।