দীর্ঘ সময় সাব ইন্সপেক্টর নিয়োগ বন্ধ! তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে

দীর্ঘ সময় সাব ইন্সপেক্টর নিয়োগ বন্ধ! তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে

কলকাতা: আমজনতার রক্ষক পুলিশ। কিন্তু সেই পুলিশের যদি কমতি শুরু হয় তাহলে তো স্বাভাবিকভাবেই চিন্তা বাড়বে জনসাধারণের। কার্যত তেমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে লালবাজারে দারোগা বা সাব ইন্সপেক্টর নিয়োগ বন্ধ রয়েছে বলে দাবি। কেন প্রক্রিয়া বন্ধ, তার কোনও সদুত্তর নেই বলেও অভিযোগ করছে পুলিশের নিচুতলার অফিসাররা। হিসেব অনুযায়ী, ৯ বছর ধরে এই পদে নিয়োগ হয়নি!

আরও পড়ুন- ‘রোড অ্যাক্সিডেন্ট হলে কি পরিবহণ মন্ত্রীকে গ্রেফতার করা হয়?’, এজলাসে সওয়াল পার্থর

তথ্য বলছে, রাজ্য পুলিশে স্বাভাবিকভাবে সাব ইন্সপেক্টর বা দারোগা নিয়োগ হলেও কলকাতা পুলিশে এই পদে প্রায় ৯ বছর কোনও নিয়োগ হয়নি। নতুন দারোগা নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ তোলা হচ্ছে। এইভাবে চলতে থাকলে যে তদন্ত প্রক্রিয়ায় বড়সড় প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। লালবাজারের শীর্ষকর্তারা বিষয়টি জানলেও সেই প্রেক্ষিতে কোনও পদক্ষপে নিচ্ছেন না বলেও দাবি। তাই এই ইস্যু নিয়ে উদ্বিগ্ন পুলিশেরই একটা বড় অংশ। নিচুতলার কর্মীদের বক্তব্য, কোনও কেসের তদন্তের মূল দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টররাই। তাই নিয়োগ এইভাবে বন্ধ থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই দক্ষ দারোগার অভাবে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

হিসেব করলে দেখা যায়, এই মুহূর্তে কলকাতা পুলিশে কর্মরত সাব ইন্সপেক্টরদের মধ্যে সবচেয়ে সিনিয়র ২০০৮ ব্যাচের ক্যাডাররা। আগামী সাত থেকে আট মাসের মধ্যেই ওই ব্যাচ ইন্সপেক্টর বা ওসি পদে প্রোমোশন পাবে। তাই স্বাভাবিকভাবেই এই জায়গা খালি হচ্ছে। যতদিন যাচ্ছে তত থানায় সিভিক পুলিশের বৃদ্ধি হচ্ছে বলেও নজর করা হয়েছে। কারণ কনস্টেবলের সংখ্যা কমছে থানাতে। এটাও বড় চিন্তা বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =