কলকাতা: রাত পোহালেই মহালয়া৷ দেবীপক্ষের সূচনা৷ আর মহালয়া মানেই কলকাতায় পুজোর শুরু৷ তার আগে নির্ধারিত সূচি মেনেই শনিবার গাইড ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ৷ কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজ থেকে গাইড ম্যাপের ছবি শেয়ার করা হয়েছে৷ সেই সঙ্গে দেওয়া হয়েছে ডাউনলোডের লিঙ্কও।
আরও পড়ুন- এবার পুজোয় বিশেষ চমক, মানুষের ‘অস্তিত্ব’ নিয়ে হাজির দক্ষিণ দাড়ির পুজো
মা দুর্গার বোধন হয় ষষ্ঠীতে৷ সেই অর্থে পুজো শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি। তবে পিতৃপক্ষেই শহর কলকাতায় একাধিক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেকের এফডি ব্লক এবং টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, বাংলার দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে সেপ্টেম্বরের শুরু থেকেই ঢাকে কাঠি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এবছর পুজোয় বাড়তি উন্মাদনা দেখা দিতে পারে৷
গত দু’বছর করোনা কাঁটায় ভেস্তে গিয়েছিল পুজোর আনন্দ৷ এবছর নতুন উদ্যমে ঠাকুর দেখার পালা৷ কলকাতার পুজো দেখতে প্রতি বছরই রাজ্যের নানা প্রান্ত থেকে ভিড় জমায় মানুষ। কিন্তু সঠিক পথ না জানায়, তাঁদের বিভ্রান্ত হতে হয়৷ সে ক্ষেত্রে তাঁদের সাহায্য করবে কলকাতা পুলিশের এই গাইড ম্যাপ৷ অন্যদিকে পুজোয় ট্রাফিক জ্যাম রুখতে শহরের নানা প্রান্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সে ক্ষেত্রেও এই ম্যাপ দেখে দর্শনার্থীরা ঠিক মতো রাস্তা চিনে নিকটবর্তী পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারবেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>