কলকাতা: গত দু’ বছর করোনার তাণ্ডব দেখেছে গোটা বিশ্ব৷ এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থেকেছে বিশ্ববাসী৷ বহু মানুষ হারিয়েছে তাঁর আপনজনকে৷ শুধু তাই নয়, করোনা নিয়ে সকলের মনেই তৈরি হয়েছিল একটা ছুঁৎমার্গ৷ কোনও বাড়ির কেউ করোনা আক্রান্ত হলে, বাকি সদস্যদেরও সন্দেহের চোখে দেখা হয়েছে৷ কোভিড-১৯ এর দাপটে শূন্য হয়েছে বহু মায়ের কোল৷ মানুষের অস্তিত্ব হয়ে উঠেছিল সঙ্কটময়৷ সেই পর্ব কাটিয়ে আমরা ফের স্বাভাবিক জীবনে ফিরেছি৷ মানবজাতির সেই লড়াই এবার ধরা দেবে পুজোর মণ্ডপে৷ উল্টোডাঙার ১৭ নম্বর দক্ষিণ দাড়ির তাদের এ বছরের থিম ‘অস্তিত্ব’।
আরও পড়ুন- পুজোর মুখে বেহাল পরিবহণ, কুড়মিদের অবরোধে স্তব্ধ রেল, পরিবহণকর্মীদের আন্দোলনে বন্ধ বাস
এবার ২২ বছরে পরল দক্ষিণ দাড়ির পুজো৷ তাঁদের পুজোর থিম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে৷ করোনা যেমন আমাদের নিষ্ঠুর রূপ দখিয়েছিল, তেমনই বহু মানুষ ভাইরাসের চোখ রাঙানি তুচ্ছ করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল৷ করোনাকালে মানুষের সেই অস্তিত্ব সংকট নিয়েই ২২ তম বর্ষে উল্টোডাঙ্গার দক্ষিণ দাড়ির ইউথ ফোরামের এ বছর তারা এই থিমটিকেই বেছে নিয়েছেন।
প্রতিবারই পুজো উদ্যোক্তাদের মধ্যে শুরু হয় থিমের লড়াই৷ শুরু হয় একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা৷ যে সকল পুজোগুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য উল্টোডাঙ্গার দক্ষিণ দাড়ি ইউথ ফোরাম।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>