Aajbikel

ডিএ ঘোষণা হলেও একদম সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা, এখন কী বক্তব্য

 | 
job

কলকাতা: ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের সংগঠনগুলি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ শহিদ মিনার ময়দানে প্রতীকী অনশন ও লাগাতার অবস্থান বিক্ষোভও চলছে। এরই মাঝে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে ডিএ নিয়ে। রাজ্য ৩ শতাশ ডিএ ঘোষণা করেছে। কিন্তু এই ঘোষণাতে আদৌ কি খুশি হয়েছে আন্দোলনকারীরা? এক কথায় উত্তর, হননি। এখন তাহলে আন্দোলনকারীদের বক্তব্য কী? 

আরও পড়ুন- বাজেট: যুবসমাজের জন্য 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড', কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকেই নতুন হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না। রাজ্য নিজের টাকা দিয়েই সব করছে। আর্থিক অনটনের মধ্যেই এই মহার্ঘভাতা বাড়ানো হল। কিন্তু আন্দোলনকারীদের দাবি ভিন্ন। তারা বলছে, কেন্দ্রীয় হারে ডিএ চাই। এখন ৩৫ শতাংশ বকেয়া। সেটা খুব তাড়াতাড়ি ৩৯ শতাংশ হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে মাত্র ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণায় কেউই সন্তুষ্ট হতে পারেননি। বরং এতে আরও ক্ষোভ বাড়ছে। অনেকেই মনে করছেন যে তাদের সঙ্গে ভিক্ষাসুলভ আচরণ করছে সরকার। 

আন্দোলনকারীদের একাংশ বলছে, রাজ্য সরকারের কাছে কোথা থেকে টাকা আসবে তা তাঁদের জানার কথা নয়। বাকি প্রকল্পের টাকা যেখান থেকে আসছে সেই টাকা কাজে লাগিয়েও ডিএ নিয়ে ভাবা যায়। তাই এই ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা নিয়ে লাভ কিছুই হবে না। আন্দোলন যেমন চলছিল, তেমনই চলবে। বরং আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন হবে। ইতিমধ্যেই একাধিক সংগঠন হুঁশিয়ারি দিয়েছে ভোটের কাজে অসহযোগিতা করার। সেই রেশ বজায় থাকবে বলেই ধারণা।   

Around The Web

Trending News

You May like