Aajbikel

বাজেট: যুবসমাজের জন্য 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড', কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা

 | 
budget

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে শেষবার রাজ্য বাজেট পেশ। এই বাজেটের দিকে সকলের নজর আছে। এদিন বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় নানা নীতির সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন খাতে সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মসংস্থান নিয়ে বড় তথ্য দিয়েছেন তিনি।

আরও পড়ুন- আত্মঘাতী চাকরিপ্রার্থী, CBI তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা, আরও কড়া আদালত

 এদিন বিধানসভায় বাজেট পেশের সময় জানান হয়েছে, ডেউচা পাঁচামিতে ৩৫ হাজার কোটি টাকা লগ্নি হচ্ছে। সেখানে আগামী দিনে লক্ষাধিক চাকরি হবে। অন্যদিকে চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানান তিনি। মন্ত্রীর দাবি, বানতলার লেদার কমপ্লেক্সে ইতিমধ্যেই ৩ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে আরও ২ লক্ষ চাকরি হবে। এছাড়া যুব সমাজের জন্য বড় ঘোষণা করা হয়েছে। জানান হয়েছে, ১৮-৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড শুরু হতে চলেছে। এতে ২ লক্ষ যুবক-যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ পাবেন। তার ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।  

বুধবার বাজেট পেশ করার শুরুতেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৩ লক্ষ ৭১ হাজার শিবির আয়োজিত হয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের। এতে উপকৃত হয়েছেন মোট ৯ কোটি মানুষ। অন্যদিকে তিনি এও জানান, খাদ্যসাথীতে যুক্ত হয়েছেন ৯ কোটি মানুষ। স্টাম্প ডিউটিতে ছাড় নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রাজ্যের মন্ত্রী। বলেন, এই ছাড়ের জেরে উপকৃত হয়েছেন বহু ফ্ল্যাটমালিক। ৪৪ লক্ষ মানুষ অপেক্ষাকৃত কম খরচে ফ্ল্যাট কিনতে পেরেছেন। পাশাপাশি  আর্থিক বৃদ্ধি নিয়েও বড় বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

Around The Web

Trending News

You May like