তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের বিক্ষোভে সরগরম শহর, ১০ দফা দাবি

তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের বিক্ষোভে সরগরম শহর, ১০ দফা দাবি

be8017e08bbe5de5e854db323bbe27a2

কলকাতা: একদিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, অন্যদিকে স্কুল খোলার দাবিতে বিভিন্ন শিক্ষক সংগঠনের আন্দোলন, সব নিয়ে কার্যত রোজ উত্তাল হচ্ছে শহর তিলোত্তমা। আজ আবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের সংগঠনের সদস্যরা। কাজের জায়গা থেকে উৎখাত করা চলবে না সহ একাধিক দাবিতে সরব হন তারা।

আরও পড়ুন- তর্ক-বিতর্কের মাঝেই পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে মুখ খুললেন বুদ্ধদেব

সারা বাংলা সিএসসি ভিএলই ইউনিয়নের তরফে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল মহাজাতি সদন সংলগ্ন এলাকায়। সেখানেই দাবি তোলা হয় যে, কাজের জায়গা থেকে উৎখাত করা চলবে না, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সব পোর্টালে কাজ করার অধিকার দিতে হবে, নির্দিষ্ট বেতন, প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই-এর সুবিধা দিতে হবে। মোট ১০ দফা দাবি নিয়ে সরব হয় তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের সংগঠন। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সবার হাতেই ছিল পোস্টার, প্ল্যাকার্ড।

এই সংগঠন পরে সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের সদর দফতরেও দাবি জানিয়েছেন। সেখানে হাজির ছিলেন ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক অনির্বাণ রায়, সু্ব্রত পাল, শক্তিপদ জানা, রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়াও সিটু নেতা আসাদুল্লা গায়েনও উপস্থিত ছিলেন বিক্ষোভস্থলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *