কলকাতা: সরকারি দফতরে শূন্যপদ অগনিত। কিন্তু WBCS ছাড়া অন্য কোনও পদে নিয়োগের নোটিফিকেশন নেই প্রায় ৩ বছর। এই প্রেক্ষিতেই সোমবার পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এর পর পিএসসি-এর সেক্রেটারির কাছে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের দাবি, কোনও পরীক্ষা হলেও প্রায় ৩ থেকে ৪ বছর লাগছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে।
আরও পড়ুন- মমতার ৬ আত্মীয়ের সম্পত্তি বৃদ্ধি মামলা, ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের
পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ এই ইস্যুতে আরও বলা হয়েছে, ২০২০ সালের WBCS, ২০১৯ সালের মিসলেনিয়াস সার্ভিস, ২০১৮ সালের আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগ এখনও হয়নি। এছাড়াও ২০১৮ সালের মিসলেনিয়াস সার্ভিসের নন জয়েনিং ও স্কুল এসআই-এর নন জয়েনিং, ক্লার্কশিপের এমএসপি প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হচ্ছে না। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা।
তবে সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, পিএসসি-এর সেক্রেটারি তাদের আশ্বস্ত করেছেন, আগামী শারদ উৎসবের আগে পিএসসি ক্লার্কশিপের এমএসপি প্রার্থীদের ফল প্রকাশ করা হবে। মিসলেনিয়াস সার্ভিস ২০১৮ সালের নন জয়েনিং প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে। এদিকে WBCS (EX) ২০২০ এর চূড়ান্ত ফল অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে। অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য নিয়োগের নোটিফিকেশন নভেম্বর মাসে প্রকাশ হবে এবং পিএসসি একটা পরীক্ষার ক্যালেন্ডারও প্রকাশ করবে। তবে এই মঞ্চের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, যদি এই কাজগুলো না হয় তাহলে তারা আবারও আন্দোলনে নামবেন।