Aajbikel

আবার ক্ষোভের মুখে 'দিদির দূত' শতাব্দী, দিলেন আশ্বাস

 | 
শতাব্দী

মহম্মদবাজার: ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু হওয়ার পর 'দিদির দূত' হিসেবে একাধিক এলাকায় গিয়ে তৃণমূল নেতা-নেত্রীরা বিক্ষোভের মুখে পড়েছেন। বাদ যাননি সাংসদ শতাব্দী রায়। এবার আরও একবার তাঁকে ঘিরে বিক্ষোভ করল সাধারণ মানুষ। সোমবার বীরভূমের মহম্মদবাজারের মকদমপুরে যান সাংসদ শতাব্দী রায়। সেখানে তাঁকে ঘিরে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, শৌচাগারের দাবিতে সরব হয়েছেন তারা। 

আরও পড়ুন: তৃণমূলের এক মহিলা আইনজীবী সরকারি প্যানেল থেকে বাদ, বিচারপতি মান্থার এজলাসে ছিলেন

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শিবির এই কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কিন্তু অধিকাংশ জায়গাতেই শাসক দলের লোকেরা প্রতিবাদের মুখে পড়ছেন যা অস্বস্তি বাড়াচ্ছে। এদিনও ঠিক তাই হয়েছে। জানা গিয়েছে, মকদমপুর এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গেই তৃণমূল সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শৌচাগার পাননি তারা, এছাড়া এলাকায় মারাত্মক জলের সমস্যাও আছে যা ঠিক করা হয়নি। বেশ কিছুক্ষণ ধরেই এই বিক্ষোভ চলে, পরবর্তী সময়ে সাংসদের থেকে আশ্বাস পাওয়ার পর শান্ত হয় এলাকাবাসী। 

পরে সংবাদমাধ্যমে তৃণমূল সাংসদ জানান, শৌচাগার নিয়ে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্মল বাংলা মিশনে শৌচালয় মেলেনি বলে অভিযোগ উঠেছে যার দ্রুত সমাধান হবে। অন্যদিকে, পানীয় জলের লাইন হয়ে গেলেও জল মেলেনি। সেই বিষয়ের সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। প্রসঙ্গত, এর আগে বিষ্ণুপুর এলাকার তেঁতুলিয়া গ্রামে দলীয় এক কর্মীর বাড়িতে গিয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। সেই কর্মীর বাড়ির উঠোনে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল। শতাব্দীও আমন্ত্রিত ছিলেন সেখানে এবং তাঁর সঙ্গে পাত পেড়ে খেতে বসেছিলেন দলীয় কর্মীরা। কিন্তু সেখানে শুধু ছবি তুলেই উঠে যান তিনি, যা বিতর্ক সৃষ্টি করে। 

Around The Web

Trending News

You May like